Search
Close this search box.

আরামবাগে তৈরি হয় জাল কোর্ট ফি, গ্রেফতার ৯

আরামবাগে তৈরি হয় জাল কোর্ট ফি

স্টাফ রিপোর্টার \ কোর্ট- ফি বিক্রির আড়ালে জাল কোর্ট- ফি ক্রয়-বিক্রয় চক্রের সন্ধান পেয়েছে সিআইডি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চক্রের নয় সদস্যকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২ টায় সিআইডি হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হাসান।

তিনি জানান, গত মাসের মাঝামাঝি সময়ে হাইকোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেন এবং তার সহযোগী জাকির হোসেন ও পাখির আলীকে আটক করেছিল সিআইডি। ঔই সময়ে তাদের কাছ থেকে ২০ টাকা মূল্যের ৬৮৩ টি, ১০ টাকা মূল্যের ৪৪৫ টি ও ৫ টাকা মূল্যের ১৮৫টি  নকল কোর্ট ফি জব্দ করা হয়েছিল।

পরবর্তীতে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে চাঞ্চল্যকর তথ্য পায় সিআইডির তদন্তকারী দল। আসামী দেলোয়ারের দেয়া তথ্যমতে তার অপর সহযোগী আলমগীর, মনির এবং পান্না মিয়াকে আটক করে সিআইডি।

অধিকতর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চক্রের মূলহোতার সন্ধান। তাকে গ্রেফতারে মানিকগঞ্জ জেলার হরিরামপুরের ঝিটকা গ্রামে অভিযান চালায় সিআইডি। অভিযানে এই চক্রের মুলহোতা আনোয়ার হোসেনকে গ্রেফতার করে সিআইডি। পরে তার দেয়া তথ্যমতে রাজধানীর আরামবাগ থেকে দীনা অফসেট এন্ড প্রিন্টিং প্রেসের মালিক আহম্মেদ হোসেন ভূইয়া ও তার সহযোগী মিজানুর রহমানকে আটক করে সিআইডি।

অতিরিক্ত ডিআইজি মো. ইমাম হাসান বলেন, আসামীরা দীর্ঘদিন যাবত আরামবাগে অবস্থিত দীনা অফসেট এন্ড প্রিন্টিং প্রেস অবৈধ এসব নকল কোর্ট ফি প্রস্তুত করে আাছিলো। তারা অপরাপর যোগসাজসে দেশের বিভিন্ন আদালতে আসা বিচারপ্রার্থীদের নিকট অতন্ত্য সু-কৌশলে জাল কোর্ট ফি বিক্রয় ও সরবরাহ করে। এর মাধ্যমে বাংলাদেশ সরকার বিপুল পরিম রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ