ন্যূনতম মজুরি নিয়ে প্রতিবাদ করা বাংলাদেশে শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার পাশাপাশি বৈধ কর্মী ও ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে অপরাধ হিসেবে বিবেচনা করে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৮ নভেম্বর) স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক প্রেস বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ন্যূনতম মজুরির জন্য বাংলাদেশে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার পাশাপাশি বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে অপরাধ হিসেবে সাব্যস্ত করার নিন্দা জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে পুলিশের হাতে ২৬ বছর বয়সী কারখানার শ্রমিক এবং সোমিলিটো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ইউনিয়ন সদস্য রাসেল হাওলাদার নিহত হওয়ার খবরে আমরা মর্মাহত। এ ছাড়া ৩২ বছর বয়সী ইমরান হোসেনের ক্ষতির জন্যও আমরা শোক প্রকাশ করছি, যিনি ঢাকার একটি কারখানার ভেতরে বিক্ষোভকারীদের আগুনে মারা গেছেন। আমরা তাদের পরিবার ও বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি আমাদের সমবেদনা জানাই।
‘শ্রমিক ও ট্রেড ইউনিয়নের চলমান দমন-পীড়ন নিয়েও আমরা উদ্বিগ্ন’ উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা করতে এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপরাধমূলক অভিযোগের তদন্ত করতে।
যুক্তিসংগত মজুরি বৃদ্ধির জন্য ইউনিয়নের প্রস্তাব অনুমোদন করায় বেসরকারি খাতের সদস্যদের প্রশংসাও করা হয়েছে বিবৃতিতে। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ন্যূনতম মজুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সরকারকে নিশ্চিত করতে হবে, যেন শ্রমিকরা সহিংসতা, প্রতিশোধ বা ভয়ভীতি ছাড়াই সংগঠনের স্বাধীনতা এবং যৌথ দর কষাকষির অধিকার প্রয়োগ করতে পারে। বাংলাদেশে এবং বিশ্বব্যাপী আমাদের কাজের মাধ্যমে আমরা এই মৌলিক মানবাধিকারগুলোকে এগিয়ে নিতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।