Search
Close this search box.

সংসদে বিরোধী দল হওয়ার সক্ষমতাই গুরুত্বপূর্ণ: চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আবারও প্রমাণিত হলো সংখ্যা নয় সংসদে বিরোধী দল হওয়ার সক্ষমতাই গুরুত্বপূর্ণ। দলীয় বিবেচনায় জাতীয় পার্টিকে (জাপা) সংসদে বিরোধী দল করায় স্পিকারের সিদ্ধান্ত যথার্থ।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, পার্লামেন্টে দলীয়ভাবে আমরাই একমাত্র বিরোধীদল। আগামীতে আমার মনে হয় পার্লামেন্টের প্রক্রিয়ায় আসবে- সংখ্যায় বড় নয়, সংসদে কারা বিরোধী দল সেটিই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিরোধীদল হিসেবে জনগণের প্রত্যাশা পূরণ করার সুযোগ এসেছে। আগের সমালোচনাগুলো যাতে আর না হয়, সে লক্ষ্যে কাজ করবো। জাতীয় পার্টির সংসদীয় দল ঐক্যবদ্ধ আছে।

চুন্নু বলেন, রওশন এরশাদকে পুঁজি করে স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে কয়েকজন। তারা দলের কেউ নয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ