Search
Close this search box.

‘জামিন পেলেও কঠোর শাস্তি পেতে হবে ফখরুলকে’

বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেলেও তার বিচারকাজ চলতে থাকবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর শাস্তি পেতে হবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর নূরজাহান রোডের মোহাম্মদপুর গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

পাটমন্ত্রী বলেন, ‘আইনের মোকাবিলা করে তিনি (ফখরুল) যদি জামিন পান তাহলে আওয়ামী লীগের কোনো কিছু যায় আসে না। তবে যে হত্যাকাণ্ড তারা করেছে, সন্ত্রাসী কার্যক্রম করেছে তার বিচারকাজ চলতে থাকবে। তাদের কঠোর শাস্তি পেতে হবে।’ তিনি আরও বলেন, ‘তাদের নেতা তারেক জিয়া বিদেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। সেই দলের শীর্ষ নেতারাও জ্বালাও পোড়াও ও হত্যা অরাজকতা করেছে। তাদের সেই অপরাধের বিচার হবেই।’ প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিনে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। আগেরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পান তারা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ