Search
Close this search box.

শেখ হাসিনার বিরুদ্ধে ৩৩ মামলা, যার মধ্যে ২৭টি হত্যার

স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের ৮৬ জন নেতাকর্মীদের বিরুদ্ধে বুধবার (২১ আগস্ট) একটি মামলা দায়ের করা হয়েছে। গত ৪ আগস্ট সিলেটে আন্দোলনকারীদের ওপর হামলা করায় এ মামলা দায়ের করা হয়।

এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৩৩টি মামলা হয়েছে। যার মধ্যে ২৭টি হত্যাকাণ্ডের। বাকী চার মামলা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য করা হয়েছে। এছাড়া গুমের অপরাধে করা হয়েছে একটি মামলা।

সিলেট মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট সুমন ভুঁইয়ার কাছে এ মামলা দায়ের করেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমেদ। এতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে আসামি করা হয়েছে।

ডেইলি স্টারের প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, গত ৪ আগস্ট সিলেট বন্দরবাজারে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে বিএনপি। কিন্তু এতে হামলা ও গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ মামলায় আরও আসামি করা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, আনিসুর রহমান এবং সালমান এফ রহমানকে।

আরও পড়ুন:

শেখ হাসিনাকে ডুবিয়েছেন চার নেতা

মধ্য জুলাই থেকে কোটা সংস্কার বিরোধী আন্দোলন শুরু হলে সেই আন্দোলন দমাতে গুলি চালায় শেখ হাসিনা সরকার। পরবর্তীতে সময় গড়ালে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের ডাক দেন শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকার ওই আন্দোলন দমাতে নিয়ম বর্হিভূতভাবে পুলিশ ও নেতাকর্মীদের দ্বারা গুলি চালায়। এতে ২৩০ জন নিহত হয়। পরবর্তী যা বেড়ে দাঁড়িয়েছে ৬০০ জনে। আন্দোলনের এক পর্যায়ে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ