Search
Close this search box.

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এ আওয়ামী লীগ নেতা। দশম জাতীয় সংসদে তিনি চিফ হুইপ ছিলেন। একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশেনে ১নং প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনাও করেছিলেন আ স ম ফিরোজ। দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে জয়ী হন তিনি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর আত্মগোপনে চলে যান দলটির সব পর্যায়ের নেতাকর্মীরা। অনেকে নিরাপত্তার জন্য চলে যান সেনা হেফাজতে। পরবর্তীতে পুলিশের হাতে গ্রেপ্তার হন আলোচিত বেশ কয়েকজন নেতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ