Search
Close this search box.

শুধু পদত্যাগ নয় নির্বাচন কমিশন সদস্যদের বিচারও হতে হবে: রিজভী

স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনের বাকি চারজন সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি’র নেতা রুহুল কবির রিজভী।

আজ (৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শুধু পদত্যাগ নয় নির্বাচন কমিশনের সদস্যদের বিচারও হতে হবে। কর্মীদের শৃঙ্খলা বহির্ভূত কোন কর্মকান্ডে না জড়ানোর আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও আজ মাত্র আড়াই বছরেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ