Search
Close this search box.

ছাত্র-জনতার আন্দোলনে বিএনপির ৪২২ নেতাকর্মী নিহত হয়েছে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার: গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অবদানকে খাটো করে দেখার কোন অবকাশ নেই বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৫ সেপ্টেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, কিছু রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ঐক্য বিনষ্ট হতে পারে। বিবেদ নয় নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখাই মূল কাজ।

ছাত্র জনতার আন্দোলনকে বিনষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের দোসররাই বিভিন্ন শিল্প কারখানায় আন্দোলনকারী শ্রমিকদের ও ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের বিষয় নিয়ে নানাভাবে উস্কানি দিচ্ছে।

এ সময় তিনি আরও বলেন, ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। তবে সংস্কারের পাশাপাশি অন্তর্বর্তী সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া প্রয়োজন।

ছাত্র-জনতার আন্দোলনে ৮৭৫ জন নিহতের মধ্যে বিএনপির ৪২২ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন বলে জানান মির্জা ফখরুল জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ