স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্টন থানায় করা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন আদালত।
১৮ সেপ্টেম্বর রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান বলেন, পল্টন থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর গ্রেপ্তার হন কাজী জাফরউল্লাহ। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।