Search
Close this search box.

দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের বাণী

স্টাফ রিপোর্টার: দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বাণীতে তিনি বলেন।

তারেক রহমানের বাণী তুলে ধরা হলো—

আমি বিশ্বাস করি, প্রতিটি বাংলাদেশি নাগরিকের সমান অধিকার, স্বাধীনতা এবং সুরক্ষা ভোগ করার অধিকার থাকা উচিত— যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের দেশ সব বাংলাদেশিদের এবং একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমরা সবাই মিলে একটি ‘সমাজের ঢাল’ গঠন করতে সক্ষম। যেখানে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাদের পরিচয় বা পটভূমি যাই হোক না কেন।

তিনি আরও বলেন, এই শুভ দুর্গাপূজা উদযাপনে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই উৎসব যেন প্রতিটি ঘরে শান্তি, সৌহার্দ্য ও সমৃদ্ধি বয়ে আনে এবং সব সম্প্রদায়ের মধ্যে মিল ও ঐক্যকে আরও সুদৃঢ় হয়ে উঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ