যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় ফুল দিয়ে তাঁদের শুভেচ্ছা জানান ভার্জিনিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহিদ খান।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ডালাস আন্তজার্তিক বিমানবন্দরে এ সময় আরো উপস্থিত ছিলেন মজনু মিয়া, তুহিন ইসলাম জহিরুল ইসলাম এবং পল্লব আনসারিসহ অন্যান্যরা।
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি এই আয়োজনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এ আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমন্ত্রিত হয়েছিলেন, কিন্তু তার পরিবর্তে জানা গেছে তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান প্রতিনিধিত্ব করবেন।