সাত বছর পর বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। আগামী ২৭ ফেব্রুয়ারি দলের এই বর্ধিত সভা ডাকা হয়েছে। এ উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে বাস্তবায়ন কমিটি গঠন করেছে দলটি।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এ কমিটিতে সদস্য হিসেবে আছেন খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাত, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু, জি কে গউছ, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শরিফুল আলম, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আজিজুল বারী হেলাল, এবিএম মোশাররফ হোসেন, রকিবুল ইসলাম বকুল, মীর সরফত আলী সপু, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, ডা. রফিকুল ইসলাম, রফিকুল আলম মজনু এবং আমিনুল হক।
এছাড়া ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক করা হয়েছে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে। হাবিব উন-নবী খান সোহেল অভ্যর্থনা কমিটির আহ্বায়ক, সদস্য হিসেবে রয়েছেন মো. আবদুস সাত্তার পাটোয়ারী। এম রশিদুজ্জামান মিল্লাত আপ্যায়ন কমিটির আহ্বায়ক। শৃঙ্খলা কমিটি আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু। মিডিয়া কমিটির আহ্বায়ক করা হয়েছে ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে। ডা. রফিকুল ইসলামকে করা হয়েছে চিকিৎসা সেবা কমিটির আহ্বায়ক।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর তিনদিন পরে ৮ ফেব্রুয়ারি তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যান।