নববর্ষের একদিনের ছুটির পর আজ মঙ্গলবার খুলেছে সব সরকারি ও বেসরকারি অফিস। তাই সকাল থেকেই রাজধানীর রাস্তায় কর্মজীবী মানুষের ভিড় বেড়েছে। তবে সেই তুলনায় গণপরিবহনের সংখ্যা ছিল অনেক কম, ফলে যাত্রীদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।
কল্যাণপুর, শ্যামলী, আগারগাঁও, ফার্মগেট এবং কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সকাল ৮টার আগেই বাসস্টপগুলোতে অফিসগামীদের জটলা। কিন্তু বাসের সংখ্যা কম হওয়ায় অনেককে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস কিছুটা বাড়লেও তা স্বাভাবিক দিনের তুলনায় অনেকটাই কম ছিল। অনেক বাসে যাত্রীদের দাঁড়িয়ে, এমনকি বাদুড়ঝোলা অবস্থায় যাতায়াত করতে দেখা গেছে।
সড়কে গণপরিবহন কম থাকায় রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ওপর চাপ পড়ে। অনেক যাত্রী বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে এসব বিকল্প পরিবহন ব্যবহার করেন।
কল্যাণপুর থেকে বনানী যাওয়ার পথে ইমতিয়াজ হোসেন বলেন, “অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও বাস পাইনি। হাতে সময় কম, তাই বাধ্য হয়ে মোটরবাইকে রওনা দিয়েছি।” শ্যামলী থেকে মহাখালী যাওয়ার জন্য অপেক্ষমাণ এহসান বলেন, “বাস এলেও এত ভিড় যে ওঠার উপায় নেই। এখন অন্য কোনো উপায় খুঁজতে হবে।”
সকালে যানজট কিছুটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে আসে। তবে গণপরিবহন সংকটে রাজধানীবাসীকে দিনের শুরুতেই পোহাতে হয়েছে ভোগান্তি।