ক্রীড়া প্রতিবেদক ॥ হঠাৎ করেই অঘটন ঘটে গেল। নিজের বাসায় দুর্ঘটনার শিকার হয়েছেন। হাসপাতালে ভর্তি হতে হয়েছে বাংলাদেশ দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। পাঁয়ে ২৭ সেলাই হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাসার একটি কক্ষের শো কেসের সঙ্গে ধাক্কা লেগে গ্লস ছিটকে এসে আঘাত করে মাশরাফির পায়ে। তাতে পা কেটে যায় অনেকখানি। হাসপাতালে নেওয়ার পর ২৭টি সেলাই পড়ে তার পায়ে। এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে মাশরাফিকে।
ক্রিকেট খেলতে গিয়ে কম চোট পাননি মাশরাফি। বারবারই পাঁয়ে আঘাত পেয়েছেন। আবার মাঠে ফিরেছেন। এবার বাসায় দুর্ঘটনার শিকার হন মাশরাফি। ক্রিকেটের বাইরে এরআগে ২০১৫ সালের জুনে রিকশা করে বাসা থেকে মাঠে আসার সময় বাসের ধাক্কায় পড়ে গিয়ে চোট পান। হাতে ও পায়ে আঘাত পেয়েছিলেন। জাতীয় দলের হয়ে আর না খেললেও মাশরাফি এখনও ঘরোয়া ক্রিকেট খেলছেন। সবশেষ বিপিএলে খেলার পর ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটেও খেলেন।
পপ্রা/আহ