Search
Close this search box.

শেষ দল হিসেবে কাতার ফুটবল বিশ্বকাপে কোস্টারিকা

শেষ দল হিসেবে কাতার ফুটবল বিশ্বকাপে কোস্টারিকা

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ দল হিসেবে কাতার ফুটবল বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে কোস্টারিকা। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচে ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধি নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে কোস্টারিকা। তাতেই বিশ্বকাপ খেলার টিকেট মিলেছে।

কোস্টারিকা ২০১৪ ও ২০১৮ এর পর টানা তৃতীয় বিশ্বকাপে জায়গা করে নিলো। সবমিলিয়ে এটি তাদের ৬ষ্ঠ বিশ্বকাপ হতে যাচ্ছে। এরআগে ১৯৯০, ২০০২ ও ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপে খেলেছে কোস্টারিকা। কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে খেলবে কোস্টারিকা। গ্রুপে তাদের সঙ্গী আগে থেকেই জায়গা নিশ্চিত করে রাখা জার্মানি, স্পেন ও জাপান।

এ বছর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে বিশ্বকাপ হবে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দল সংখ্যা ৩২। ৩১টি দল জায়গা নিশ্চিত করে ফেলেছিল। একটি দল বাকি ছিল। শেষ জায়গাটির জন্য কাতারের আল রাইয়ানের আহমেদ বিন আলী স্টেডিয়ামে লড়াইয়ে নামে কোস্টারিকা ও নিউজিল্যান্ড। এতে শেষ হাসি হেসেছে উত্তর আমেরিকার প্রতিনিধিত্বকারী দেশ কোস্টারিকা।

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচটি যখন অনুষ্ঠিত হয় তখন কোস্টারিকায় সময় দুপুর। সরকারি কর্মজীবীদের খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাঞ্চ বিরতিতে এক ঘণ্টার ছুটি ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো চাভেজ। তার এই উদ্যোগ শেষ পর্যন্ত বিফলে যায়নি।

নিজেদের প্রথম আক্রমণ থেকেই গোল পেয়ে যায় কোস্টারিকা। যদিও ম্যাচে বল দখল এবং আক্রমণের নেতৃত্ব ছিল নিউজিল্যান্ডের কাছে। ৬৭ শতাংশ বল দখলে নিয়ে ড্যানি হে’র শিষ্যদের করা ১৫ শটের মধ্যে চারটি লক্ষ্যে ছিল। বিপরীতে প্রতিপক্ষের গোল অভিমুখে চারটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে কোস্টারিকা।

নিরপক্ষে ভেন্যু কাতারের আহমাদ বিন আলি স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই জয়সূচক গোলের দেখা পায় কোস্টারিকা। বাঁ দিক থেকে কোস্টারিকান উইঙ্গার জেসন বেনেটের ক্রস রুখে দেওয়ার চেষ্টা করেন নিউজিল্যান্ডের তিন খেলোয়াড়। তাদের সুযোগ না দিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন আর্সেনালের তারকা স্ট্রাইকার জোয়েল ক্যাম্পবেল। অনেক চেষ্টা করেও সে গোলটার শোধ দিতে পারেনি নিউজিল্যান্ড। ৩৯তম মিনিটে জালে বলও জালে পাঠিয়েছিলেন ক্রিস উড। তবে আক্রমণের শুরুতে ফাউলের জন্য ভিএআরে গোলটি বাতিল করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে এই ভিএআরের সিদ্ধান্তেই দশজনের দলে পরিণত হয় নিউজিল্যান্ড। কস্টা বারবারাসকে লাল কার্ড দেখান রেফারি। এরপর আর লড়াইয়ে ফিরতে পারেনি দলটি। ফলে ৩২তম দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে কোস্টারিকা।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ