Search
Close this search box.

রোহিতের জন্য অপেক্ষা, না হলে অধিনায়ক বুমরাহ!

রোহিতের জন্য অপেক্ষা, না হলে অধিনায়ক বুমরাহ!

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা আক্রান্ত ভারতের টেস্ট অধিনায়ক রোহিত শর্মা। এখনও করোনা নেগেটিভ হননি। শুক্রবার বেলা সাড়ে ৩ টা থেকে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পঞ্চম টেস্ট শুরু হবে। এরমধ্যে করোনা নেগেটিভ হলেও খেলার জন্য ফিট হয়ে উঠবেন, তা নিশ্চিত নয়। এরপরও রোহিতের জন্য অপেক্ষায় আছেন কোচ রাহুল দ্রাবিড়। যদি শেষপর্যন্ত রোহিত খেলতে নাই পারেন, তাহলে পেসার জাসপ্রিত বুমরাহ অধিনায়কত্ব করবেন বলেই জানা গেছে।

রোহিতকে নিয়ে অপেক্ষার কথা জানাতে গিয়ে রাহুল দ্রাবিড় বলেন, ‘রোহিত আমাদের চিকিৎসক দলের তত্ত্বাবধানে আছে। এখনো সে ম্যাচ থেকে ছিটকে যায়নি। খেলতে হলে অবশ্যই তাকে নেগেটিভ হতে হবে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সে খেলতে পারবে কী পারবে না, এটা আসলে চিকিৎসক দল আর ক্রীড়াবিজ্ঞানের ওপর নির্ভর করছে। সিদ্ধান্তটা চিকিৎসক দলই নেবে। সে কেমন আছে, তা দেখার সুযোগ আমাদের নেই। কারণ সে আইসোলেশনে। রোহিতের ব্যাপারে আপডেট পেলে আমরা আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করব।’

রোহিত অধিনায়কত্ব করতে পারবেন, তার কোন নিশ্চয়তা নেই। তা যদি হয়, তাহলে বুমরাহকে নেতৃত্বে দেখা যাবে। দেশের মাটিতে ভারতের সবশেষ টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে সহঅধিনায়কের দায়িত্ব পালন করেন বুমরাহ। এবার তিনিই হয়ে যেতে পারেন অধিনায়ক। যদি সেটাই হয়, তাহলে এ বছর ছয়জন ভিন্ন অধিনায়ক ভারতকে টেস্টে নেতৃত্ব দেবেন। ১৯৫৯ সালের পর এক পঞ্জিকাবর্ষে ভারতকে টেস্টে সবচেয়ে বেশি অধিনায়কের নেতৃত্ব দেওয়ার ঘটনা হবে এটা।

এমন ঘটনায় দ্রাবিড় বলেন, ‘বিষয়গুলো এ রকমই হয়। আমি যখন দলের দায়িত্ব নিই, তখন তো আর জানতাম না যে ছয়-সাত মাসের মধ্যে এতবার অধিনায়ক পরিবর্তন হবে। কিন্তু এটা ঘটেছে, তাই না? আমরা এখন কোভিড মহামারির মধ্যে বসবাস করছি। এ ছাড়া দুর্ভাগ্যজনক কিছু চোটে পড়ার ঘটনা ঘটেছে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ