Search
Close this search box.

কোহলি-রোহিতসহ শক্তিশালী দল নিয়েই ডিসেম্বরে বাংলাদেশে আসবে ভারত

কোহলি-রোহিতসহ শক্তিশালী দল নিয়েই ডিসেম্বরে বাংলাদেশে আসবে ভারত

স্পোর্টস রিপোর্টার – আসছে ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। এ সিরিজকে সামনে রেখে পুরো শক্তির দল নিয়েই আসবে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়েই আসবে ভারত। শুধু কোহলি, রোহিতই নন, দলের সেরা সব ক্রিকেটাররাই থাকছেন। বাংলাদেশ সফরে ওয়ানডে ও টেস্ট সিরিজের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

নিয়মিত অধিনায়ক রোহিত, রাহুল ও কোহলির সঙ্গে মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিনও থাকছেন। হাঁটুর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারলেও বাংলাদেশ সফরের দুই সংস্করণের দলেই আছেন। সবশেষ এশিয়া কাপের মাঝপথে পুরনো চোট মাথাচাড়া দিলে অস্ত্রোপচার করাতে হয় তার। এতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারছেন না এই স্পিনিং অলরাউন্ডার।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে তিনটি হবে আগামী ৪, ৭ ও ১০ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সফর দিয়ে ২০১৫ সালের পর বাংলাদেশে আসছে ভারত। ওয়ানডে সিরিজ শেষে আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ও ২২ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই টেস্ট সিরিজ।

বাংলাদেশ সফরের ভারত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, কেএস ভারত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদিপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

বাংলাদেশ সফরের ভারত ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, রিশাভ পান্ত, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার, ইয়াশ দয়াল।

 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ