Search
Close this search box.

বাংলাদেশ যুবাদের সাফ মিশন শুরু হতে আর এক ঘন্টা বাকি

মিরাজের গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ যুব ফুটবলারদের সাফ মিশন শুরু হতে আর এক ঘন্টা বাকি। সন্ধ্যা সাড়ে সাতটায় সাফ মিশনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি ভারতের ভুবনেশ্বরে শুরু হবে।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে লাল-সবুজ জার্সিধারীরা এবার শিরোপা জিততে চায়। বাংলাদেশের লক্ষ্য শিরোপা। তাই লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ জিতেই সেই মিশন শুরু করতে চান লাল-সবুজ দলের ইংলিশ কোচ পল স্মলি, ‘সবারই ম্যাচের দিকে মনোযোগ। প্রস্তুতিও ভালো। তবে প্রথম ম্যাচটি সহজ হবে না। আমরা ভালো খেলার জন্য মাঠে নামবো।’

বাংলাদেশের অধিনায়ক তানভীর হোসেনও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে বদ্ধপরিকর, ‘আমরা সবাই ফিট রয়েছি। দলে কোনো সমস্যা নেই। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চাই।’

সাফের এইবারের আসরে অংশ নিচ্ছে পাঁচটি দেশ। লিগ পদ্ধতিতে খেলার পর সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল খেলবে ফাইনাল। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপাল-এই পাঁচ দল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলছে। বয়সভিত্তিক এই প্রতিযোগিতার আগের আসরগুলো হয়েছে অনূর্ধ্ব-১৮ ও ১৯ বয়সীদের নিয়ে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) টুর্নামেন্টের সঙ্গে মানিয়ে নিতে এবার সাফের আসরটি হচ্ছে অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে।

বাফুফে এলিট একাডেমির ১২ জন এবং চ্যাম্পিয়নশিপ লিগ ও প্রিমিয়ার লিগখেলাদের নিয়ে ২৩ জনের দল সাজিয়েছে বাংলাদেশ। এদের মধ্যে তানভির, শান্ত কুমার রায়, শাহিন আহমেদ, রাজন হাওলাদার, আক্কাস আলি ও পিয়াস আহমেদ নোভার আছে লিগে খেলার অভিজ্ঞতা।

২০১৫ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আজও সেরা হওয়ার স্বাদ পায়নি বাংলাদেশ। ২০১৯ সালে কাঠমন্ডুতে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল দল।

বাংলাদেশ অনূর্ধ্ব২০ দল

মোহাম্মদ ইমন, মোহাম্মদ আসিফ, শান্ত কুমার রায়, তানভীর হোসেন, ইমরান খান, আশিকুর রহমান, স্যামযয়ল রাকসাম, শাহিন আহমেদ, রাজন হাওলাদার, আজিজুল হক অনন্ত, সিরাজুল ইসলাম রানা, সুজল ত্রিপুরা, নাজমুল হুদা ফয়সাল, আক্কাস আলী, মজিবর রহমান জনি, মইনুল ইসলাম মঈন, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাহিয়ান, মুর্শেদ আলী, রফিকুল ইসলাম, সাজেদ হাসান জুম্মন, পিয়াস আহমেদ নোভা ও মিরাজ ইসলাম।

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ