স্পোর্টস রিপোর্টার : এশিয়া কাপ টি-টোয়েন্টিতে এবার ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। এই দুই দলের গ্রুপে থাকবে বাছাইপর্ব থেকে উঠে আসা আরেকটি দল। টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারত-পাকিস্তান ম্যাচটি ২৮ আগস্ট ও বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি ৩০ আগস্ট হবে।
সূচী ঘোষনা করা হয়েছে। সূচী অনুযায়ী, ৬ দল অংশ নেবে টুর্নামেন্টে। এই মাসের শেষদিকে ২৭ আগস্ট শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচ দিয়ে ১১ সেপ্টেম্বর টুর্নামেন্ট শেষ হবে। মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতে হবে ম্যাচগুলো। দুবাই ও শারজাহতে খেলা হবে। তবে দুটি ম্যাচ হবে শারজাহতে। বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট ম্যাচটি শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে। আর ২ সেপ্টেম্বর পাকিস্তান ও বাছাইপর্ব থেকে উঠে আসা দলের মধ্যকার ম্যাচটি শারজাহতে হবে। ফাইনালসহ বাকি সব কটি ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথমে দুই গ্রুপে খেলা হবে। গ্রুপ-এ’তে ভারত, পাকিস্তানের সাথে বাছাইপর্ব থেকে খেলে আসা একটি দল খেলবে। আর গ্রুপ-বি’তে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা রয়েছে। দুই গ্রুপে লীগ পর্বে লড়াই হবে। পরস্পরের বিপক্ষে খেলা হবে। দুই গ্রুপের পয়েন্ট তালিকায় দুটি করে সেরা চারটি দল সুপার-৪ এ অংশ নেবে। এরপর পয়েন্ট তালিকায় সেরা দুটি দল খেলবে ফাইনালে।
দুই গ্রুপে তিনটি করে মোট ৬টি ও সুপার-৪’এ ৬টি খেলা হবে। ফাইনালে হবে ১টি ম্যাচ। সবমিলিয়ে ১৬দিনে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫তম এশিয়া কাপে হংকং, কুয়েত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে কোন একটি দল বাছাইপর্ব খেলে মূল পর্বে অংশ নেবে। এশিয়া কাপ শুরুর আগেই বাছাইপর্ব শেষ হয়ে যাবে। টুর্নামেন্ট হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় টুর্নামেন্টটি শ্রীলঙ্কায় হবে না। সংযুক্ত আরব আমিরাতে হবে।
এশিয়া কাপ ১৫তম আসর হলেও টি-টোয়েন্টি ফরমেটে খেলা এরআগে একবারই হয়েছে। ২০১৬ সালের টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় বাংলাদেশ। আর এশিয়া কাপ সবশেষ হয় ২০১৮ সালে। সংযুক্ত আরব আমিরাতে হওয়া টুর্নামেন্টেও ভারত চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ রানার্সআপ হয়। মাঝখানে করোনা পরিস্থিতির কারনে এশিয়া কাপ হয়নি। আবার টুর্নামেন্টটি মাঠে গড়াবে। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু হবে।
টুর্নামেন্টে গ্রুপ পর্বে ২৭ আগস্ট শ্রীলঙ্কা-আফগানিস্তান, ২৮ আগস্ট ভারত-পাকিস্তান, ৩০ আগস্ট বাংলাদেশ-আফগানিস্তান, ৩১ আগস্ট ভারত-বাছাইপর্বের সেরা দল, ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-বাংলাদেশ, ২ সেপ্টেম্বর পাকিস্তান-বাছাইপর্বের সেরা দল খেলবে। এরপর ৩ সেপ্টেম্বর থেকে সুপার-৪ এর খেলা শুরু হবে। ১১ সেপ্টেম্বর হবে ফাইনাল।