স্পোর্টস রিপোর্টার : ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘বেট উইনার’ নিউজের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। আর তাতেই আলোচনা-সমালোচনার শেষ নেই। যেহেতু ‘বেট’ মানে ‘জুয়া’ শব্দটি আছে, আর এই সাইটটি জুয়ার কাজও চালায়, তাতে সাকিব যতই এই জুয়ার সাইটের নিউজ সাইটটিতে যোগ দেন; বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নড়েচড়ে বসেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও আলোচনা করে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। এই ইস্যুতে সাকিবকে এক বিন্দুও ছাড় দেবে না বিসিবি।
বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ‘একটা ইস্যু হয়েছে এবং এটা নিয়ে আমরা তার (সাকিব) সঙ্গে যোগাযোগে আছি। একবার তার সঙ্গে কথা হয়েছে। এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এই সমস্যা সমাধানের জন্য আমরা তার সঙ্গে আলাপ করছি। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’
এ নিয়ে এরইমধ্যে সাকিবকে মেইল করা হয়েছে বলেও জানা গেছে। বৃহস্পতিবারের মধ্যে এশিয়া কাপের জন্য দল ঘোষনা করতে হবে। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবেও সাকিবকে বিবেচনা করা হচ্ছে। কিন্তু এমন সাইটের সাথে সম্পৃক্ত থাকাকালে সাকিবকে নিয়ে বিসিবির ভালোভাবেই ভাবতে হচ্ছে। জালাল ইউনুস বলেন, ‘আমরা এই ধরনের বেটিং জিনিসগুলো জিরো টলারেন্স শো করি। এখানে তার যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এ ধরনের কোনো একটা কোম্পানির সঙ্গে তার চুক্তি হয়েছে। আমরা তাকে জানিয়েছি, সে জানে ব্যাপারটা এবং আমরা এটা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করছি।’
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড় সেও বুঝবে। আর কেউতো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। জেনে হোক অজান্তে হোক কিংবা ভুলে আমরা তাকে বলেছি এটা সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান করে ফেলবো।’
বিসিবির চাপে শেষ পর্যন্ত সাকিব এই সাইটের সঙ্গে বিজ্ঞাপনের চুক্তি ভাঙলে তার বড় অংকেরই ক্ষতি হবে। সেই ক্ষেত্রে তাকে ক্ষতিপূরণ দেয়া হবে কি? এ বিষয়ে বিসিবি জানিয়েছে ক্ষতিপূরণের কোনো সুযোগ নেই। জালাল ইউনুস বলেছেন, ‘আমরা সেভাবে চিন্তা করিনি সাকিবও আমাদের কাছে বিষয়টা নিয়ে অ্যাপ্রোচ করেনি। আগে সমস্যাটা সমাধান করি এরপর দেখা যাক।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ বিষয় নিয়ে এরআগে বলেছিলেন, ‘এ বিষয়ে অনুমতি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর সেও আমাদের কাছে কোনো অনুমতি চায়নি। তবে মূল বিষয় হলো আগে জানতে হবে সে আসলেই চুক্তিটা করেছে কিনা।’ ২০২০ সালে জুয়াড়িদের সঙ্গে হোয়াটস অ্যাপে সাকিবের যোগাযোগের প্রমাণের ভিক্তিতে তাকে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এতে দেশ ও তার নিজের ব্যাপকভাবে ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এবার যুবকদরে আইডল সাকিব যখন বেট নাম যুক্ত থাকা কোন সাইটের সাথে যোগ দেন, তখন ভাবমূর্তি আরও বেশি করে ক্ষুন্ন হয়। এখন দেখা যাক, এই ইস্যুতে সাকিব ও বিসিবি কী সিদ্ধান্ত নেয়।