Search
Close this search box.

এশিয়া কাপ থেকেই টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন সাকিব!

দুদিনে সবকিছু বদলে দিতে পারব, বোকার রাজ্যে বাস করছি : সাকিব

মিথুন আশরাফ : খেলা নিয়ে জুয়ার সাইট বেট উইনারের সাথে চুক্তি বাতিল করেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান। তাতে করে ক্রিকেটের সঙ্গেই থাকছেন তিনি। শুধু থাকছেনই না, ভালোভাবেই থাকছেন। দলের দায়িত্বও তার কাঁধে পড়ছে। টেস্ট অধিনায়ক আগে হয়েছেন। এখন টি-টোয়েন্টি দলের অধিনায়কও সাকিবকে করা হবে বলে জানা গেছে। বিশেষ সূত্রে জানা গেছে আজই এশিয়া কাপের জন্য দল ঘোষনা হবে। আর সাকিবকে অধিনায়ক করেই এশিয়া কাপের দল দেওয়া হবে।

গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন ওঠে, সাকিব টি-টোয়েন্টি দলের অধিনায়ক হচ্ছেন। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদই থেকে গেছেন। টিম ম্যানেজমেন্ট তিন মাসের সময় চেয়ে নিয়েছিলেন। তাই আর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলে হাত দেওয়া হয়নি। কিন্তু দিনের পর দিন দলের অবস্থা আরও খারাপ হচ্ছে। তাতে করে একজন এমন অধিনায়ক লাগবে, যার কথা সবাই শুনবেন এবং তিনি আগ্রাসী ও বিশ্বে তার বিশেষ মান রয়েছে। তিনি সাকিব ছাড়া আর কেউ নন। আর তাই সাকিবের হাতেই আগামী ২ বছরের জন্য টি-টোয়েন্টি দলের নেতৃত্বও তুলে দেওয়া হচ্ছে। এরআগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সাকিব খেলেননি। না হলে সাকিবই অধিনায়ক থাকতেন। এখন ২৮ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপ টি-টোয়েন্টি থেকেই সাকিবের হাতে দলকে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

চুক্তি বাতিল না করলে সব ধরনের ক্রিকেট থেকে আউট সাকিব!
চুক্তি বাতিল করে ক্রিকেটেই থাকছেন সাকিব

 

একদিন আগেই সাকিবকে নিয়ে ঝড় উঠল। বেট উইনারের সঙ্গে চুক্তি বাতিল না করলে ক্রিকেট থেকে নিষিদ্ধ হবেন সাকিব। ক্রিকেটের সঙ্গে সাকিবের কোন সম্পর্ক থাকবেনা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনই বলেন। বিসিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠক শেষে বিসিবি সভাপতি বলেন, ‘দেখুন, আমরা তাকে (সাকিব) একটি চিঠি দিয়েছি। গতকাল (বুধবার) তার চিঠির উত্তর দেওয়ার সময় বেধে দেওয়া হয়েছিল। শুনেছি আজ (বৃহস্পতিবার) সে জানাবে। আগে জানাক, দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’

শুধু আসন্ন এশিয়া কাপই নয়, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিব আল হাসানের কোনও সম্পর্ক থাকবে না বলে সাফ জানিয়ে দেন বিসিবি সভাপতি। সাকিব যদি বেটউইনার নিউজ ডটকমের সঙ্গে চুক্তি বাতিল না করেন তাহলে নেতৃত্বের পাশাপাশি দলেও জায়গা হারাবেন। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতিই অনুসরণ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি সভাপতির এমন হুশিয়ারির পর খুব বেশি সময় যায়নি, দুই ঘন্টার মধ্যে সাকিব জানিয়ে দেন, তিনি বেট উইনারের সঙ্গে চুক্তি বাতিল করছেন। তাতেই সাকিবের আবার ক্রিকেটের সঙ্গে থাকা নিশ্চিত হয়ে যায়। শুধু তাই নয়, সাকিবকে টি-টোয়েন্টি দলের অধিনায়কও করা হবে। জুয়ার সাইটের সাথে যুক্ত থাকা এক ক্রিকেটারকে যেখানে দলেই না  রাখার ভাবনা হয়েছে, সেখানে অধিনায়কই দেওয়া হবে! যতদুর জানা গেছে, বিসিবি এবার শেষবারের মতো সাকিবকে ছাড় দিচ্ছে। এরপর কোন উল্টা পাল্টা কিছু করলে আর ছাড় নয়। এবার দলকে সাকিবের হাতেই ছেড়ে দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ