সাবিনাদের সাফল্যে উচ্ছ্বসিত সাকিবরা

স্পোর্টস রিপোর্টার – সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে দিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ইতিহাস গড়েন সাবিনারা। সাবিনাদের এ সাফল্যে উচ্ছ্বসিত সাকিবরাও।

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান নারী ফুটবলাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নিজের ফেসবুক বার্তায় লিখেছেন, ‘সাফ ২০২২ চ্যাম্পিয়নশিপ জেতার জন্য বাংলাদেশ জাতীয় নারী দলকে অভিনন্দন! আপনাদের নিখুঁত দৃঢ় সংকল্প, চেতনা এবং শক্তি সকলের হৃদয় জয় করেছে। অবশ্যই তা প্রত্যেককে অনুপ্রাণিত করবে, বিশেষ করে নারীদের। একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নের পেছনে ছুটতে!’

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘অভিনন্দন। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়াজগতে অন্যতম বড় অর্জন।’

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২২-এর চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটার  মুশফিকুর রহিম নিজের ফেসবুক পেজে নারী ফুটবলাদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ…মাশাআল্লাহ, সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জেতা আমাদের আদরের বোনদের অনেক অভিনন্দন। তোমাদের নিয়ে আসলেই গর্ববোধ করছি। সব খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফকে স্যালুট।’

উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস লিখেছেন, ‘আমাদের গর্বিত করার জন্য মেয়েদের অভিনন্দন। চ্যাম্পিয়নস।’

পেসার তাসকিন আহমেদের উচ্ছ্বাসটা যেন একটু বেশিই। তিনি লিখেছেন, ‘ইয়েস! বাংলাদেশ ইতিহাস গড়লো। নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ নারী ফুটবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো। অভিনন্দন মেয়েরা।’

সৌম্য সরকার অভিনন্দন জানিয়েছেন, ‘সাফের নতুন চ্যাম্পিয়নদের পরিচয় করি দিচ্ছি। এটা আমাদের বাংলাদেশ। অভিনন্দন মেয়েরা।’

মেহেদী হাসান লিখেছেন, ‘প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতার জন্য বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ