Search
Close this search box.

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিশ্চিত করল জ্যোতিরা

ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার – বাছাইপর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর ফাইনালে খেলা নিশ্চিত হতেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাও নিশ্চিত করে নেন নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

আবুধাবীর শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে রুমানা আহমেদ অপরাজিত ২৮ ও মুরশিদা খাতুন ২৬ রান করেন। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান করতে পারে থাইল্যান্ড। নাথাকান চানথাম ৬৪ রান করেন। বল হাতে সালমা খাতুন ৩টি ও সানজিদা আক্তার ২টি উইকেট নেন।

এই ম্যাচটি জয়ের আগে বাংলাদেশ দল গ্রুপ পর্বে শুরুতেই আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়ে দেয়। এরপর স্কটল্যান্ডকে ৬ উইকেটে ও যুক্তরাষ্ট্রকে ৫৫ রানে হারিয়ে টানা তিন জয় পায়। সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। অপরাজিত থেকে থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামে। জিতে ফাইনালে ওঠে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাও নিশ্চিত হয়। রবিবার আবুধাবীতে আয়ারল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে লড়াই করবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকায় আগামী বছর ফেব্রুয়ারিতে ৯ থেকে ২৩ ফেব্রুয়ারি হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ আগে থেকেই সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে নেয়। বাকি থাকে দুটি দল। বাছাইপর্বের ফাইনালে খেলা দুই দল বিশ্বকাপ খেলা নিশ্চিত করল। বাংলাদেশ ও আয়ারল্যান্ড ১০ দলের বিশ্বকাপ খেলবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ