Search
Close this search box.

থাইল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা

থাইল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা

স্পোর্টস রিপোর্টার – নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে থাইল্যান্ডকে উড়িয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাটিং করে ১৯.৪ ওভারে ৮২ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড। অলআউট হয়ে যায়। মায়া সর্বোচ্চ ২৬ রান করেন। রুমানা আহমেদ ৩ উইকেট শিকার করেন। নাহিদা আক্তার, সানজিদা আক্তার ও সোহেলি আক্তার ২টি করে উইকেট শিকার করে নেন।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল জবাব দিতে নেমে ১ উইকেট হারিয়ে ১১.৪ ওভারে ৮৮ রান করে সহজেই জিতে। ওপেনার শামিমা সুলতানা ৩০ বলে ১০ চারে ৪৯ রান করেন। ফারজানা হক অপরাজিত ২৬ রান করেন। পুথাওয়াং ১ উইকেট শিকার করে নেন। ওপেনিংয়ে শামিমা ও ফারজানা ৬৯ রানের জুটি গড়েই বাংলাদেশকে বড় জয়ের পথে নিয়ে যান।

নারী এশিয়া কাপের অষ্টম আসর এটি। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে চতুর্থ আসর। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নিগার সুলতানার দল মিশন শুরু করে। শুরুতেই দারুন সূচনা হয়। চার বছর আগে কুয়ালালামপুরে সুখস্মৃতি এখনো জ্বলজ্বলে সালমা, জাহানারাদের। রোমাঞ্চকর ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মত এশিয়া কাপ জিতেছিলো টাইগ্রেসরা। যে ভারত আসরের ছয়টির চ্যাম্পিয়ন। যে শিরোপা এখনো অধরা পুরুষ দলের জন্য। করোনায় পিছিয়ে যাওয়া আসরের আয়োজক এবার বাংলাদেশ। এই আসরেও শিরোপা জিততে চায় বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ জয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। সদ্যই শেষ হওয়া টুর্নামেন্টে থাইল্যান্ডকে হেসে খেলে হারিয়েছে টাইগ্রেসরা। এবারও সহজেই হারিয়ে দিল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে খেলা। শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। এরপর ১৫ অক্টোবর হবে ফাইনাল। এবার টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, মালয়শিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত খেলছে। সোমবার সকাল ৯ টায় বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ