Search
Close this search box.
৫০০ উইকেট শিকার করতে চান

টি-টোয়েন্টিতে বর্তমান দলকেই সেরা বলছেন হাসান মাহমুদ

টি-টোয়েন্টিতে বর্তমান দলকেই সেরা বলছেন হাসান মাহমুদ

স্পোর্টস রিপোর্টার – টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমান বাংলাদেশ দলটি তরুণ দল। এই দলের নেতৃত্বে আছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তার নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টিতে জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের আশাও করা হচ্ছে। বর্তমান দলটিকে সেরাও বলেছেন পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে রবিবার। এর আগে শনিবার সংবাদ সম্মেলনে পেসার হাসান মাহমুদ বলেন, ‘এই মুহূর্তে আমরা যেই দলটা খেলছি, সেটা টি-টোয়েন্টিতে আমাদের অন্যতম সেরা। মোমেন্টাম ধরে রেখে মিরপুরেও জিততে চাই।’

প্রথম ম্যাচে হাসান ডেথ ওভারে করেছেন অসাধারণ বোলিং। ২ উইকেটও শিকার করেছেন। ডেথ ওভারের চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তরুণ এই পেসার। বলেছেন, ‘অবশ্যই যেই বলে ডট পাওয়া যাবে সেই বলটাই করার চেষ্টা করি। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানরা সব বল মারতে চায়, তাই লক্ষ্য থাকে ডট বল করার। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, ডেথ ওভারে বল করাটা ভীষণ উপভোগ করি।’

দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত থাকবে বিশ্বাস হাসানের, ‘আমি মনে করি খেলা যেহেতু মিরপুরে সেহেতু ভালো উইকেটই হবে। আমরা ওদের প্রথম ম্যাচে হারিয়েছি, চেষ্টা থাকবে মোমেন্টাম ধরে রাখার।’

প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে কেবল ২৬ রান দিয়ে হাসান নেন দুই উইকেট। এর মধ্যেও আলাদা ছিল তার ডেথ বোলিং। ১৭ ও ১৯তম ওভার করতে এসে কেবল ৫ রান দিয়ে দুই উইকেট শিকার করেন এই পেসার। ইংল্যান্ডকে বড় রান করতে না দেওয়ায় তার এই দুই ওভারের ভূমিকা ছিল দারুণ। ক্যারিয়ার শেষে তিনি নামের শেষে দেখতে চান পাঁচশ উইকেট দেখতে চান।

তিনি বলেন, ‘৫০০ উইকেট অবশ্যই। ’ এরপর তার কাছে জানতে চাওয়া হয় আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে অনুসরণ করেন কি না। জবাবে হাসান বলেছেন, ‘কেউ না। এমনি বোলিং দেখতে ভালো লাগে সবার। ’

বর্তমান টি-টোয়েন্টি দল নিয়ে তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে টি-টোয়েন্টিতে আমাদের দলে অন্যতম সেরা বাঞ্চ অব প্লেয়ার আমি দেখছি। খুবই উৎফুল্ল সবাই, মাঠে খুবই এফোর্ট দেয় শেষ পর্যন্ত। এটা যদি আমরা ধরে রাখতে পারি, এই ব্যাচটাকে এগিয়ে নিতে পারি, তাহলে আমি মনে করি টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে, যেকোনো ফরম্যাটে আমরা এগিয়ে থাকব সবার থেকে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ