মিথুন আশরাফ – বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টটি শুরু হবে আগামীকাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০ টায় টেস্টটি শুরু হবে। এই টেস্টটি দিয়ে এই বছর বাংলাদেশ প্রথম টেস্ট খেলতে নামবে।
এরআগে দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়েছে। বাংলাদেশ দুটি সিরিজেই জিতেছে। ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে। একটি ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আর টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে সাকিববাহিনী। এখন একমাত্র টেস্ট লড়াইয়ে নামার পালা।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এরআগে আইরিশরা শুধু ৩টি টেস্ট খেলেছে। টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে ও ২০১৯ সালে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছে। এবার নিজেদের চতুর্থ টেস্ট খেলতে নামবে আয়ারল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলবে।
এরআগে ৩ টেস্টেই হেরেছে আইরিশরা। আর বাংলাদেশ ২০০০ সাল থেকে টেস্ট খেলে ১৩৬ টেস্ট খেলে ফেলেছে। জিতেছে ১৬টি ম্যাচে। হেরেছে ১০২টি ম্যাচে। আর ড্র করেছে ১৮টি ম্যাচে। অভিজ্ঞতায় বাংলাদেশ অনেক এগিয়ে। তবে আয়ারল্যান্ড প্রথমবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলছে বলেই আতঙ্ক থাকছে।
মনে আছে সেই ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের কথা? প্রথমবার বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান টেস্ট খেলতে নেমেই বাজিমাত করেছে। অভিজ্ঞতায় বাংলাদেশ যোজন-যোজন এগিয়ে থাকলেও নতুন টেস্ট খেলা আফগানদের কাছেই হেরে যায়। আয়ারল্যান্ড যদিও দক্ষিণ এশিয়ার দল নয়। আফগানিস্তান যেমন ছিল। বাংলাদেশের উইকেটে খেলা আইরিশদের জন্য কঠিনই। আফগানদের জন্য যা কঠিন ছিল না। আর তাই বাংলাদেশের জয়ের সম্ভাবনাই উজ্জ্বল। এখন জয় নিয়ে মাঠ ছাড়া গেলেই হলো।
গতবছর শেষদিকে ভারতের বিপক্ষে নিজেদের সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। হার দিয়ে বছর শেষ করেছিল। বছরটি শুরু অবশ্য জয় দিয়েই করেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বছরের প্রথম টেস্টে, প্রথম জয়টি পেয়েছিল বাংলাদেশ। এ বছরটিও আয়ারল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে শুরু করা গেলেই হয়।