মিথুন আশরাফ – ইনিংস ব্যবধানে জয়ের আশা ছিল। সেখানে কিনা লোরকান টাকারের (১০৮) সেঞ্চুরিতে উল্টো বিপদে পড়ে গেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ১৩১ রানে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। হাতে এখনও আছে ২ উইকেট। যদি কোনভাবে স্কোরে রান আরও বাড়িয়ে নেয় আয়ারল্যান্ড, তাহলে বিপদ সামনে দাড় হতে পারে।
দ্বিতীয় দিন শেষে মুশফিকুর রহিমের সেঞ্চুরির পর তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে মিরপুর টেস্টের নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৬৯ রান করে বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ২১৪ রানে গুটিয়ে যাওয়া আয়ারল্যান্ড দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭ রান করে। তাতে ১২৮ রানে পিছিয়ে থাকে আইরিশরা। তখন মনে হয়েছিল, তৃতীয় দিন সকালেই হয়ত খেলা শেষ হয়ে যাবে। কিন্তু টাকার যা খেলা দেখাল, জীবনের প্রথম টেস্টেই সেঞ্চুরি হাকিয়ে ফেললেন। দলও ভালো অবস্থায় চলে যায়।
দিনের শুরুতে ৫১ রানে ৫ উইকেট পড়ার পর মনে হয়েছিল শুরুটা বুঝি হয়ে গেল। কিন্তু এরপর হ্যারি টেকটর ও টাকার মিলে ষষ্ঠ উইকেটে এগিয়ে যেতে থাকলেন, ৭২ রানে জুটি গড়ে দলকে ১২৩ রানে নিয়ে গেলেন। টেকটর (৫৬) হাফসেঞ্চুরি করে আউট হওয়ার পর আবার টাকার ও অ্যান্ডি ম্যাকব্রায়েন সপ্তম উইকেটে শতরানের জুটি গড়ে ফেলেন। তাতে দল অনায়াসেই ২০০ রান অতিক্রম করে ফেলে। দলের ২৩৪ রানে গিয়ে টাকার আউট হয়ে যান। ১৬২ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১০৮ রান করে আউট হন। এরপর আরেকটি উইকেট যায়। তবে শেষে ম্যাকব্রায়েন (৭১*) ও গ্রাহাম হিউমে (৯*) মিলে অবিচ্ছিন্ন ২১ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৮৬ রান করে আয়ারল্যান্ড। তাইজুল ইসলাম ৪ উইকেট শিকার করেন।
আয়ারল্যান্ড ভালো অবস্থায় পৌছে গেছে। সবার প্রশংসা পাচ্ছে। তবে লোরকান টাকারের প্রশংসাই চতুর্দিকে। অভিষেকেই যে টেস্ট সেঞ্চুরি করে ফেলেছেন।
আয়ারল্যান্ডের চতুর্থ হলেও নিজের প্রথম টেস্ট ম্যাচ। দলও চাপের মুখে। রয়েছে ইনিংস হারের শঙ্কায়। এমন পরিস্থিতেতে নেমেই লোরকান টাকার খেললেন অনবদ্য শতরানের (১০৮) ইনিংস। এটি দেখে কে বলবে অভিষেক টেস্টে খেলতে নেমেছেন তিনি! বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে টাকার যখন ব্যাটে নামেন দলের রান তখন ৫ উইকেট হারিয়ে ৫১। ইনিংস ব্যবধানে হার এড়াতে তখনও দরকার ১০৪ রান। টাকার ব্যাটে নেমে উইকেটেই যে শুধু টিকে রইলেন তা না, বরং পাল্টা আক্রমণে বাংলাদেশের বোলারদের আত্মবিশ্বাসেও ধরান চিড়। অভিষেকে সেঞ্চুরি করা টাকারের পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারেরই এটি প্রথম সেঞ্চুরি। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটেও কোনো সেঞ্চুরি নেই। ঘরোয়া ক্রিকেটে একমাত্র সেঞ্চুরিটি এসেছে লিস্ট এ ক্রিকেটে।
টেস্টে আইরিশদের হয়ে টাকারের সেঞ্চুরিটি দ্বিতীয়। ২০১৮ সালে আয়ারল্যান্ডের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে এই দ্বিতীয় ইনিংসেই ১১৮ রানের ইনিংস খেলেছিলেন কেভিন ও’ব্রায়েন। অভিষেক টেস্টে ব্রায়েনের পর টাকার করলেন সেঞ্চুরি। তাতে প্রশংসাও পাচ্ছেন। ১৪৯ বলে করা টাকারের সেঞ্চুরিতে বিপদে পড়ে যাচ্ছে বাংলাদেশ।