Search
Close this search box.

নিজেকে নির্দোষ দাবি করি, আশা করি নিজের ও দেশের সম্মান ফিরিয়ে আনতে পারবো – সোহাগ

নিজেকে নির্দোষ দাবি করি, আশা করি নিজের ও দেশের সম্মান ফিরিয়ে আনতে পারবো - সোহাগ

স্পোর্টস রিপোর্টার – ‘অনেক বিষয়ে (ফিফার নিয়মের কারণে) মন্তব্য করা যাচ্ছে না। আমি আপিল করেছি। কারণ নিজেকে নির্দোষ দাবি করি। আশা করি নিজের ও দেশের সম্মান ফিরিয়ে আনতে পারবো। নিজেকে নির্দোষ প্রমানের জন্যই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গিয়েছি।’ কথাগুলো বলেছেন, আবু নাঈম সোহাগ।

অনিয়মের অভিযোগে প্রথমে দুই বছরের জন্য সকল ফুটবল কার্যক্রম থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এরপর বাফুফে তাকে বাংলাদেশ ফুটবল থেকে ‘আজীবন নিষিদ্ধ’ করেছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন সোহাগ। বুধবার (১০ মে) সংবাদ সম্মেলন ডেকে প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি।

সোহাগ জানিয়েছেন, তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করে বাফুফেতে এসেছিলেন ফুটবল ভালোবেসে। তিনি স্বচ্ছ্বতার সঙ্গে কাজ করার, দেশের মুখ উজ্জ্বল করার চেষ্টা করেছেন। আবার ফুটবলে ফিরে আসতে পারবেন ওই আশার কথাও জানিয়েছেন তিনি।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করায় জুরিখে মামলা পরিচালনা করতে হবে সোহাগের। যা বেশ ব্যয় বহুল। অর্থের সংস্থান নিয়ে প্রশ্নে তার আইনজীবী জানিয়েছেন, তিনি ডিসকাউন্ট দিয়েছেন। তবে জুরিখের বিষয়য়ে তিনি অবগত নন। বাফুফেও সোহাগকে আইনি সহায়তা না দিয়ে বহিষ্কার করেছে।

বিষয়টি নিয়ে সোহাগ বলেছেন, ‘(নির্দোষ প্রমাণ করতে) আমাকেই লড়তে হবে। বাফুফে দায়িত্ব নিলেই কী আর না নিলেই কী। আমি চাইলেও বাফুফেতে থাকতে পারতাম না। অনেক কিছুই আপনারা বোঝেন। আমি কিছু বলব না।’

 

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ