স্পোর্টস ডেস্ক – আবারও ফাইনালে উঠেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠেছে চেন্নাই সুপার কিংস। এবারের আসরে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে ধোনির দল।
চেন্নাইয়ের দেয়া ১৭৩ রান তাড়ায় খেলতে নেমে ১৫৭ রান করতে সমর্থ হয় গুজরাট। শেষদিকে রশিদ খান আউট হলে আশার প্রদীপ নিভে যায় আশিষ নেহরার দলের। ১৬ বলে ৩০ রান করেন আফগান বোলিং অলরাউন্ডার। সর্বোচ্চ ৪২ রান আসে শুভমান গিলের ব্যাট থেকে। বাকিদের মধ্যে দাসুন শানাকা ১৭, বিজয় শঙ্কর ১৪ ও ঋদ্ধিমান সাহা ১২ রান করেন। চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন দীপক চাহার, মহেশ থিকশানা, রবীন্দ্র জাদেজা ও মাথিশা পাথিরানা।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে চেন্নাই। এদিন শুরুটা ভালো করেন চেন্নাইয়ের দুই ওপেনার ঋতুরাজ গায়কওয়াড় ও ডেভন কনওয়ে। তবে রানের গতি থাকে কিছুটা কম। টপ ও মিডল অর্ডারে সেই গতি কিছুটা বাড়ানোর চেষ্টা করে চেন্নাই। তাতে লড়াকু পুঁজি দাঁড়ায় স্কোরবোর্ডে। গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন দলপতি ধোনি।