স্পোর্টস রিপোর্টার – আফগানিস্তানের বিপক্ষে তিন সংস্করণের সিরিজের জন্য ২৬ জনের প্রাথমিক ক্যাম্প ডাকা হয়েছে। সেই দলেও নেই মাহমুদুল্লাহ রিয়াদ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাথমিক দল নিয়ে ক্যাম্প শুরু হয়েছে সোমবার।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল, ‘আমাদের ২৬ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছে। পাঁচজন অন্তর্ভুক্ত রয়েছে এ টিমে। বাদবাকি সবাই ছিল (ক্যাম্পে)।’
মাহমুদুল্লাহর না থাকা নিশ্চিত করলেও নাফিস সরাসরি বলেননি কেন নেই, ‘না থাকলেতো (মাহমুদুল্লাহ) আপনারা প্র্যাকটিসেই দেখতেন। আমার মনে হয় প্রশ্নটা সিলেক্টরদের জন্য।’
প্রথম দিনের ক্যাম্পে লাল বল-সাদা বল দুই ভাগে ভাগ হয়ে অনুশীলন সেরেছেন তামিম ইকবালরা। প্রথমবারের মতো যোগ দিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ নিক পথাস। প্রধান কোচ হাথুরিসিংহের ঢাকায় আসার কথা রয়েছে ৩ জুন। ২৬ জনের এই প্রাথমিক দল থেকে তিন সংস্করণের দল বাছাই করা হবে। ৫ জন সিলেটে ‘এ’ দলের সিরিজে থাকায় তারা যোগ দেননি।
প্রথমে দেওয়া হবে টেস্ট দল। ১৪ জুন মিরপুরে একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিব আল হাসান না থাকায় সেই টেস্টে লিটন দাস নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে।