Search
Close this search box.

ছক্কার পর দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও ভাঙলেন রোহিত

এক ম্যাচে তিনটি রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা। আফগানিস্তানকে পেয়ে যেভাবে ইচ্ছা সেভাবেই মারছেন ভারতের অধিনায়ক। আফগানদের দেওয়া ২৭২ রান তাড়া করতে নেমে একপ্রান্তে চার-ছক্কার ঝড় তুলেছেন অধিনায়ক রোহিত শর্মা।

মাত্র ২৯ বলে ৭টি চার ও ১ ছক্কায় পূর্ণ করেন অর্ধশতক। এরপর দ্রুত গতিতে রান তুলে পৌঁছে যান শতকের ঘরে। মাত্র ৬৩ বলে পূর্ণ করে ফেলেন সেঞ্চুরি। বিশ্বকাপে ভারতের পক্ষে এটিই এখন দ্রুততম সেঞ্চুরি।

এর আগে প্রায় ৪০ বছর আগে ১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে কপিল দেব করেছিলেন ৭২ বলে সেঞ্চুরি। এছাড়া ভারতের পক্ষে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় রোহিত এখন পাঁচ নম্বরে।

এর আগে ১৭ রান করে হয়েছেন ভারতের পক্ষে বিশ্বকাপে দ্রুততম ১ হাজার রানের মালিক। পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারকে। যিনি বিশ্বকাপে ২০ ইনিংসে পূর্ণ করেন ১ হাজার রান। রোহিতের উপরে আছেন সমান ১৯ ইনিংস খেলা ডেভিড ওয়ার্নার।

এখানেই শেষ নয়, রোহিত ভেঙেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের ৫৫৩ ছক্কার রেকর্ডও। ইনিংসের অষ্টম অভারের পঞ্চম বলে নাভিন উল হককে ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে পেছনে ফেলেন উইন্ডিজ তারকাকে।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৫৫৩ ছক্কা হাঁকিয়ে এতদিন এক নম্বরে ছিলেন ক্রিস গেইল। তালিকায় এখন তিন নম্বরে রয়েছেন ৪৭৬ ছক্কার মালিক শহীদ আফ্রিদি। চার নম্বরে ৩৯৮ ছক্কা নিয়ে ব্রেন্ডন ম্যাককালাম ও পাঁচে ৩৮৩ ছক্কা নিয়ে মার্টিন গাপটিল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ