এইতো গত কয়েক মাস আগে বাংলাদেশ ঘুরে গিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এবার আসছেন আরেক বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো। এই কিংবদন্তীর বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।
এর আগে এমিলিয়ানো মার্টিনেজকেও বাংলাদেশে আনেন শতদ্রু দত্ত। এবারও তার মাধ্যমে আসছেন রোনালদিনহো। আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবেন ২০০২ বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
মার্টিনেজ সময় স্বল্পতার কারনে বাংলাদেশ দল কিংবা অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে দেখা না করতে পারলেও এবার জামালের সঙ্গে দেখা করবেন রোনালদিনহো।
শতদ্রু দত্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রোনালদিনহোর আসার খবর জানিয়ে লিখেছেন, ‘আমার সোনার বাংলা… আমরা আসছি এবং এবার অবশ্যই বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবো, যদি তিনি সময় দিতে পারেন।’
বার্সার এই সাবেক তারকা ৪৩ বছর বয়সী রোনালদিনহোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের কাতারে রাখা হয়। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা এই খেলোয়াড় দুবার ফিফা বর্ষসেরা হওয়ার পাশাপাশি একবার ব্যালন ডি’অর জিতেছেন। ২০১৫ সালে পেশাদার ফুটবলে বিদায় বলেন তিনি।