Search
Close this search box.

বিশ্বকাপে মুশফিকের হাজার রান পূর্ণ

চলতি আসরটাই যে মুশফিকুর রহিমের শেষ বিশ্বকাপ সেটা অনেক আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। এই বিশ্বকাপে তাই দারুণ কিছু স্মৃতি জমিয়ে নেওয়ার প্রত্যাশা করতেই পারেন দেশ সেরা এই ব্যাটার। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যে পথচলা শুরু তার, আজ ভারতের বিপক্ষে নেমে ছুঁয়েছেন আরেক মাইলফলক।

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে পূর্ণ করেছেন ১ হাজার রান। এই লম্বা সময়ে মুশফিক ৫টি বিশ্বকাপে এখন পর্যন্ত খেলেছেন মোট ৩৩টি ম্যাচ।

এরমধ্যে রয়েছে ১টি শতক ও ৮টি অর্ধশতকের ইনিংস। সর্বোচ্চ ১০২* রানের ইনিংসটা খেলেছিলেন ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

আজ ভারতের বিপক্ষে খেলতে নেমে বেশ দারুণ কিছুর আভাস দিচ্ছেন তিনি। এখন পর্যন্ত ৩২ বলে সমান ১টি করে চার ও ছক্কায় অপরাজিত রয়েছেন ২৮ রানে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ