Search
Close this search box.

মাহমুদউল্লাহর বীরত্বে সম্মান বাঁচল বাংলাদেশের

দল থেকেই যাকে বাদ দেওয়া হয়েছিল সেই মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে ভর করে সম্মান বেঁচেছে বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ৩৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রানের পাহাড়ের নিচে চাপা পড়ে গিয়েছিল লিটন-সাকিব-মুশফিকরা। সেখান থেকে দলকে টেনে তুলেছেন মাহমুদউল্লাহ।

দল ১৪৯ রানে হারলেও মাহমুদউল্লাহর বীরত্বে আরও বড় লজ্জাজনক পরাজয় এড়ানো গেছে। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ এদিন মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে (১১১) ভর করে সব উইকেট হারিয়ে ২৩৩ রান তুলতে সক্ষম হয়।

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সপ্তম ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শরিফুল ইসলামের করা ওভারটির প্রথম বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন শূন্য রানে জীবন পাওয়া রেজা হ্যান্ড্রিক্স।

তবে বাংলাদেশের সামনে রানের পাহাড় দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের রেকর্ড গড়া ১৭৪ রানের ইনিংস ছাড়াও এইডেন মার্করাম ও হেনরিখ ক্লাসেনের ঝোড়ো ব্যাটে ভর করে পঞ্চাশ ওভার শেষে ৫ উইকেটে ৩৮২ রান তোলে প্রোটিয়ারা।

বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ২ উইকেট নেন ৬৭ রান দিয়ে। সাকিব ৯ ওভারে ১ উইকেট নেন ৬৯ রান দিয়ে। শরিফুল ইসলাম ৯ ওভারে ১ উইকেট নিলেও দেন ৭৬ রান। মেহেদী মিরাজ ১ উইকেট নেন ৯ ওভারে ৪৪ রান খরচায়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ