Search
Close this search box.

৩১০ রানে শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস

সিলেট টেস্টের প্রথম দিন বাংলাদেশ শেষ করেছিল ৯ উইকেটে ৩১০ রান তুলে। অপরাজিত ছিলেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দিনের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়লেন শরিফুল ইসলাম। কোনও রান যোগ না করেই শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস।

এর আগে গতকাল সোমবার টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয় একপ্রান্ত আগলে ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন আরেক ওপেনার জাকির হাসান।

জাকিরকে ১২ রানে বোল্ড করে ফেরান আজাজ প্যাটেল। এরপর নাজমুল হোসেন শান্ত অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট করা শুরু করেন। তবে লম্বা করতে পারেননি ইনিংস। ৩৫ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৩৭ রান করে সাজঘরে ফিরেন গ্লেন ফিলিপসের বলে ক্যাচ দিয়ে।প্রথম দিনে চা বিরতির আগে মুমিনুল হক আর জয়ের উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। মুমিনুল ৩৪ করেন ৮৭ বলে। অন্যদিকে ৯৩ বলে অর্ধশতক হাঁকানো জয় শেষ পর্যন্ত ১৬৬ বলে ৮৭ রানের ইনিংস খেলে ক্যাচ দেন ইশ শোধির বলে।দলের অন্যতম ব্যাটার মুশফিকুর রহিম ব্যর্থ হন, ২২ বলে ১২ রান করে ক্যাচ দেন প্যাটেলের বলে। অভিষিক্ত শাহাদাৎ হোসেন দিপু করেন ৫৪ বলে ২৪ রান। তবে মিডল অর্ডারে মেহেদী হাসানের ২০, নুরুল হাসান সোহানের ২৯ আর শেষ দিকে নাঈম হাসানের ১৬, তাইজুল ইসলামের ৮ আর শরিফুলের ১৩ রানে ভর করে ৩১০ রান তোলে বাংলাদেশ।নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে গ্লেন ফিলিপস ৪টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন কাইল জেমিসন ও এজাজ প্যাটেল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ