Search
Close this search box.

বাংলাদেশের প্রশংসায় ল্যাথাম

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ফরম্যাটে প্রথমবার জয় পেয়েছে বাংলাদেশ। সেটিও আবার কিউইদের শাসন করে। নেপিয়ারে টস জিতে বোলিং করতে নেমে স্বাগতিকদের মাত্র ৯৮ রানে অল-আউট করে দেয় টাইগাররা। চার পেসার মিলেই নেন সবকটি উইকেট।

ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ২০৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। কিউইরা তাদের মাটিয়ে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ে যায়। এমন হারের পর বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

‘ওরা (বাংলাদেশ) আজ আমাদের সব বিভাগেই সম্পূর্ণরূপে পরাস্ত করেছে। সত্যি বলতে এই উইকেটে বোলারদের জন্য অনেক সুবিধা ছিল। আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব ছিল বড় জুটি গড়ার। কিন্তু আগের দুই ম্যাচে হলেও আজ সেটা হয়নি। আজ ওরা আমাদের শুরু থেকেই চাপে রেখেছিল। এরপর দ্রুতই একের পর এক উইকেট হারিয়েছি। যখন আপনি ১০০ রানও করতে পারবেন না, তখন প্রতিপক্ষ (রান তাড়া করতে নেমেই) শট খেলার চেষ্টা করবে। বাংলাদেশ সেটাই করেছে।’

ল্যাথাম আরও বলেন, ‘ম্যাচে আমরা কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি এবং তাদের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি। বাংলাদেশ ভালো মুভমেন্ট পেয়েছে এবং সঠিক জায়গায় বোলিং করেছে, কৃতিত্ব তাদের।’

অনেকটা নতুন দল নিয়েও পূর্ণ শক্তির বাংলাদেশ দলকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে নিউজিল্যান্ড। নতুন তিন মুখ উইলিয়াম ও’রুরক, জশ ক্লার্কসন ও আদিত্য অশোকরা ভালো খেলাতে বেশি খুশি ল্যাথাম।

‘পুরো সিরিজের দিকে তাকালে আমাদের জন্য বেশ ভালোই ছিল। তিনজনের অভিষেক হয়েছে। উইলিয়াম ও’রুরক, জশ ক্লার্কসন ও আদিত্য অশোকের জন্য সিরিজটা অসাধারণ ছিল। দলে প্রথমবার সুযোগ পেয়ে ওরা বেশ রোমাঞ্চিত ছিল। সুযোগটাকে ওরা দারুণভাবে কাজে লাগিয়েছে। এটা ওদের ভবিষ্যতের জন্য ভালো ব্যাপার। আমরা এ বছর অনেকে ওয়ানডে খেলেছি। (বছরের শেষ দিকে এসে) নতুনদের পরখ করা ও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ ছিল।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ