Search
Close this search box.

তামিমকেও ডেকেছে বিসিবির তদন্ত কমিটি

বিশ্বকাপে ব্যর্থতার কারণে সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় দল। যে কারণে ব্যর্থতা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি দেয় বিসিবি। সেই কমিটির কাজ প্রায় শেষ। নির্বাচনের ব্যস্ততায় এখনও সাক্ষাতকার নেওয়া বাকি অধিনায়ক সাকিব আল হাসানের।

তবে এবার ডাকা হয়েছে বিশ্বকাপের দলে না থাকা সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। কিন্তু বিশ্বকাপ না খেলেও কেন তদন্ত কমিটির মুখোমুখি হতে হচ্ছে তামিম?

এ নিয়ে জানতে চাওয়া হলে তদন্ত কমিটিতে থাকা কেউই উত্তর দিতে চাননি। তবে এটুক ধরে নেও যায়, বিশ্বকাপের আগে ঘতে যাওয়া বেশ কয়েকটি ইস্যুতে তামিমকে ডেকেছে তদন্ত কমিটি।

বিশেষ করে বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমকে আফগানিস্তানের বিপক্ষে না খেলার প্রস্তাব দেওয়ার বিষয়। এছাড়া বেছে বেছে বড় ম্যাচগুলো খেলতে বলা।

বোর্ড প্রধানের এমন প্রস্তবাগুলোতে নাখোশ তামিম ফেসবুকে লাইভে এসে ক্ষোভে ফেটে পড়েন। এমন কী বিসিবি সভাপতিকে জড়িয়ে কিছু কথাও বলে ফেলেন। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান তামিম।

এছাড়া বিশ্বকাপে যাওয়ার আগে সাকিবের লম্বা সাক্ষাতকার, এর আগে তামিমের ফেসবুক লাইভ, সবমিলে দলের পারফরম্যান্সে ব্যাপক প্রভাব পড়ে বলে মনে করেন কর্মকর্তারা। এ কারণে তামিমকে ডেকেছে তিন সদস্যের তদন্ত কমিটি।

তবে বর্তমানে তামিম দুবাই থাকার কারণে তদন্ত কমিটির সঙ্গে দেখা করতে পারছেন না। এখন না পারলেও নতুন বছরের ৩ জানুয়ারি তামিম বসবেন তদন্ত কমিটির সঙ্গে। এছাড়া জাতীয় নির্বাচন শেষে সাকিবেরও সাক্ষাত করার কথা তদন্ত কমিটির সঙ্গে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ