এতদিন বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ের সঙ্গে সব ফরম্যাটে নেতৃত্ব দেওয়াটা অনেক চাপের। সেই চাপ কিছুটা হলেও কমানোর সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। কুড়ি ওভারের ক্রিকেটে থেকে অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। তবে টেস্ট ও ওয়ানডে সংস্করণে যথারীতি অধিনায়কের দায়িত্ব পালন করে যাবেন শান্ত
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না নিয়মিত অধিনায়ক শান্ত। তার জায়গায় ক্যারিবীয়দের বিপক্ষে সাদা বলের দুই সংস্করণে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। তখন থেকেই গুঞ্জন ওঠে তিন সংস্করণের যে কোনো একটি থেকে সরে দাঁড়াতে পারেন শান্ত। শেষ পর্যন্ত গতকাল বৃহস্পতিবার জানা গেল সেই নেতৃত্ব ছাড়ার খবর।
শান্তর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড প্রধান ফারুক আহমেদ বলেছেন, ‘শান্ত (নাজমুল) ফাইনালি বলে দিয়েছে, সে আর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি।’
শান্তর সরে দাঁড়ানোয় শুরু হয়েছে নতুন জল্পনা। টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের নতুন অধিনায়ক কে? এ যাত্রায় লিটনের নাম আলোচনায় আছে ভালোভাবেই। তার নেতৃত্বে ক্যারিবীয়দের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। যদিও দল ভালো করলেও লিটন ছিলেন ব্যাট হাতে নিষ্প্রভ। তা ছাড়া গত বছরটা তার জন্য ভালো কাটেনি। নিজেকে হারিয়ে খুঁজেছেন পুরো বছর। উইন্ডিজ সফরের পর লিটন জানান, দীর্ঘমেয়াদে টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব নিতে রাজি আছেন তিনি। তাকেই এগিয়ে রাখা হচ্ছে।