তার জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারে হারাতে হবে খুলনা টাইগার্সকে। আগামী ৫ ফেব্রুয়ারি মেহেদি হাসান মিরাজের খুলনার বিপক্ষে মুখোমুখি হবে মোহাম্মদ মিঠুনের দল।
ফাইনালে উঠতে মিরপুরে ১৫০ রানের লক্ষ্য পেয়েছিল বরিশাল। ওপেনিংয়ে নেমে দলকে দারুণ শুরু এনে দেন তামিম।
তাওহিদ হৃদয়ের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ড্রেসিংরুমে ফেরার আগে ৪ চারে করেন ২৯ রান। তবে দলকে বড় জয় এনে দিয়েছেন হৃদয়। ৫৬ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
জয়ে হৃদয়কে যোগ্য সঙ্গ দিয়েছেন ডেভিড মালান। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ৯৫ রানের অপরাজিত জুটি গড়েন। মালান ২ চার ও ১ ছয়ে ৩৪ রানে অপরাজিত থাকেন।
এর আগে চিটাগাংকে বড় সংগ্রহ গড়তে দেননি বরিশালের পেসার মোহাম্মদ আলি।
বিপিএলের অভিষেকে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি করতে দেননি পাকিস্তানি পেসার। অথচ, স্কোরটা আরও বড় হতে পারত চিটাগাংয়ের। শেষ ৪ উইকেট ৭ রানে হারায় চিটাগাং।