বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন, নতুন নাম ‘জাতীয় স্টেডিয়াম’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো। নতুন নাম ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামকরণ জাতীয় স্টেডিয়াম, ঢাকা করার নির্দেশনা দিয়ে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরুপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।’

প্রজ্ঞাপনের অনুলিপি জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প পরিচালক, স্টেডিয়ামের প্রশাসক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠানো হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার দয়িত্ব নেওয়ার পর বেশ কিছু স্টেডিয়ামের নাম বদল করা হয়েছে। উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিক ১৫০টি স্টেডিয়ামের নাম বদল করা হয়েছে চলতি ফেব্রুয়ারিতেই। তবে জাতীয় পর্যায়ে এটাই প্রথম কোনো স্টেডিয়ামের নাম বদল করলো অন্তর্বর্তীকালীন সরকার।

১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর স্টেডিয়ামটি ‌‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। ২০০০ সালে বাংলাদেশ ক্রিকেটে দলের প্রথম টেস্ট এ স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছিল। এরপর মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম হলে সেখান থেকে ক্রিকেট সরে যায়।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামটির ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’ নামে নামকরণ করা হয়। এরপর থেকে সেই নামেই পরিচিত হয়ে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ