Search
Close this search box.

হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন যে সুবিধা

বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করেন। ব্যবহারকারীদের কাছে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে। সেই ধারাবাহিকতায় এবার নিজেদের অডিও ও ভিডিও কলের মান উন্নত করতে মেটা লো বিটরেট বা এমলো প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে কলের মান বর্তমানের তুলনায় দ্বিগুণ উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, এমলো প্রযুক্তি কলের মান দ্বিগুণ উন্নত করবে। এর আগে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার কলেও এমলো প্রযুক্তি যুক্ত করা হয়েছে। নতুন এ সুবিধার পাশাপাশি হোয়াটসঅ্যাপে কল চলাকালে স্ক্রিন শেয়ারের সময় অডিও শেয়ার করা যাবে। এমনকি স্পিকার স্পটলাইট সুবিধাও মিলবে।

এর আগে গত বছরের আগস্টে ভিডিও কলে স্ক্রিন শেয়ার সুবিধা যুক্ত করে হোয়াটসঅ্যাপ। এখন তাতে যন্ত্রের অডিও শেয়ার করা যাবে। স্পিকার স্পটলাইট সুবিধায় অডিও ও ভিডিও কলে যিনি কথা বলবেন, স্বয়ংক্রিয়ভাবে তাকে হাইলাইট করবে এবং পর্দায় তাকে সবার ওপরে দেখানো হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ