Search
Close this search box.

ঈশানের অবস্থা দেখে শঙ্কিত গাভাস্কার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমটা একেবারেই ভালো কাটছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। নিজেদের খেলা ৮ ম্যাচে টানা ৮টায় হার। দলের মতো অফ ফর্মে ভুগছেন এবারের নিলামে সর্বোচ্চ দামে দল পাওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষান। ঈশানের হতশ্রী পারফরম্যান্সে সমালোচনা হচ্ছে ঢের। তবে দাম নিয়ে নয়, ঈশানের এমন পারফরম্যান্সে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে তার জায়গা ধরে রাখা নিয়ে শঙ্কিত ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। 

স্টার স্পোর্টসে গাভাস্কারের বিশ্লেষণ, ‘ওখানে (অস্ট্রেলিয়া, বিশ্বকাপের ভেন্যু) যেকোনো ফাস্ট বোলারই বাউন্স দিতে চাইবে। ও যেখানে বল পেতে পছন্দ করে, সেখানে তো আর কেউ বল ফেলবে না। কোমরের নিচে বল পেলে ও মারবে নিশ্চিত, কিন্তু এর ওপরে হলে? সেটা নিয়ে এ মুহূর্তে ও ভুগছে।’

আইপিএলে ধারাভাষ্য করার সুবাদে ঈশানের পারফরম্যান্স খুব কাছ থেকে দেখছেন গাভাস্কার। পেসারদের বিপক্ষে একেবারেই সুবিধা করতে পারছেন না ঈশান। ৮ ম্যাচে ৬ বারই আউট হয়েছেন জোরে বোলারদের কাছে পরাস্থ হয়ে। যদিও আসরের প্রথম ম্যাচে অপরাজিত ৮১ রানের পর দ্বিতীয় ম্যাচেও ৫৪ রান করেন। কিন্তু একদিকে মুম্বাই হারেছে, অন্যদিকে পরের ৬ ম্যাচে ঈশানের রানখরাও ভুগিয়েছে দলকে। পরের ৬ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৬৪ রান, সর্বোচ্চ ইনিংস ২৬ রানের।

ঈশানের এমন পারফরম্যান্স নিয়ে গাভাস্কারের ব্যাখ্যা, ‘ওর খুব খারাপ সময় যাচ্ছে। (হোল্ডার ক্যাচ ধরতেই) সোজা হেঁটে বেরিয়ে গেল। দুর্দশা থেকে মুক্তি চাইছিল ও। সাধারণত ব্যাটের মাঝের কানায় লাগার পরও প্রথম স্লিপে এভাবে ধরা পড়লে ব্যাটসম্যানরা অপেক্ষা করেন (রিপ্লে দেখা পর্যন্ত)। কিন্তু এখানে ব্যাটসম্যান সোজা প্যাভিলিয়নের পথ ধরেছে, আম্পায়ার এসে তাকে থামাতে হলো। এটা ওর মানসিক অবস্থাটা বোঝায়।’

সঙ্গে যোগ করেন গাভাস্কার, ‘গত ম্যাচে হেলমেটে বলের আঘাতের পর হয়তো আত্মবিশ্বাস আরও নড়বড়ে হয়ে গেছে ওর। এটা ভালো লক্ষণ নয়। কারণ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো জায়গায় যেখানে বাড়তি বাউন্স থাকে, সেখানে ও এভাবেই খেললে, সে ক্ষেত্রে ওর অবস্থা হবে হেডলাইটের সামনে পড়া খরগোশের মতো।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ