Search
Close this search box.

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় শোকাচ্ছন্ন ক্রীড়া ও শোবিজ অঙ্গন

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় শোকাচ্ছন্ন ক্রীড়া ও শোবিজ অঙ্গন

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৪৯ জনের  মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় শোকাচ্ছন্ন হয়ে পড়ে পুরো জাতি। ক্রীড়াঙ্গন ও শোবিজ অঙ্গনও শোকাচ্ছন্ন।

বাংলাদেশ অলরাউন্ডার, টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান নিজের ফেসবুকে লিখেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ এক বিস্ফোরণে নেমে এসেছে মানবিক বিপর্যয়। এই দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি থাকলো আমার সমবেদনা। ভয়ংকর এই অগ্নিকাণ্ডে আহত সবার দ্রুত সুস্থতা কামনা করছি।  প্রতিকুল এই সময়ে চট্টগ্রামের পাশেই আছে পুরো বাংলাদেশ। সবাইকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। যে সকল সাহসী অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ এবং জরুরি কর্মীরা জীবন দিয়ে লড়ে যাচ্ছেন, পরিবেশ অনুকূলে আনার জন্য তাদের সবার প্রতি থাকলো আমার শ্রদ্ধা।’

পরে আবার লিখেন, ‘অভাবনীয় পরিস্থিতিতে জাতি হিসেবে আমরা এক আবারো প্রমাণিত হলো। অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্রতা এবং বিস্তৃতি আমরা আঁচ করতে পারিনি কিন্তু পাশে থাকতে ঝাঁপিয়ে পড়েছি। মানুষ মানুষের জন্য। শত বিভেদ ভুলে আমরা সকলের পাশে আছি, কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, লড়াই করছি। ধন্যবাদ এই নায়কদের। মানবতার আবারো জয় হলো। তাদের সবাইকে আমার স্যালুট।’
 

বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে লিখেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি রইল সহমর্মিতা। আমি চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষদের অনুরোধ করছি যেন তারা হতাহতদের সাহায্যে এগিয়ে আসে। শুনেছি প্রচুর রক্তের প্রয়োজন। সবাই এগিয়ে আসুন। আপনার একটু সহযোগিতা, এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ, হাসি ফোটাতে পারে একটি পরিবারকে। সকলে প্রার্থনা করি।’

বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘আসুন চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, ফায়ার ফাইটার, ডাক্তার, পুলিশসহ উদ্ধারকার্যে অংশ নেওয়া সবার জন্য দোয়া করি। যে যেভাবে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই৷ হে আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো।’

বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ লিখেছেন, ‘সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীরভাবে শোকাহত।’

বরেণ্য নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী লিখেছেন, ‘ছবি আর লাইফ আপডেট একদম প্রয়োজন নাই ভাই, প্রয়োজন মানুষকে বাঁচানো, সহযোগিতা করা, রক্ত।’

চিত্রনায়িকা শাহনুর লিখেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, ফায়ার ফাইটার, ডাক্তার, পুলিশসহ উদ্ধারকার্যে অংশ নেওয়া সবার জন্য দোয়া করি। আসুন যে যেভাবে পারি, তাদের দিকে  সাহায্যের হাত বাড়িয়ে দেই৷ হে আল্লাহ, তুমি আমাদের হেফাজত কর। আমিন।’

সংগীতশিল্পী আসিফ আকবর লিখেছেন, ‘সীতাকুণ্ড ট্র্যাজেডি জাতীয় দূর্যোগ। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। মহান আল্লাহর কাছে সাহায্য চাই। উদ্ধারকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ প্রশাসনের সংশ্লিষ্টদের জন্য শুভকামনা। আল্লাহু আকবর…।’

চিত্রনায়ক আরিফিন শুভ লিখেছেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীতাকুণ্ডে বিস্ফোরণে হতাহতদের জন্য জরুরিভিত্তিতে রক্তের প্রয়োজন, আশেপাশে যারা আছেন দ্রুত সহযোগিতা করুন।’

ছোটপর্দার জনপ্রিয় নায়ক জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে কোনো আহত ব্যক্তির জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে কমেন্টে জানাবেন। আমি পেজে পোস্ট করব যেন সেই গ্রুপের কেউ গিয়ে সঙ্গে সঙ্গে রক্ত দিতে পারেন।’

চিত্রনায়ক সাইমন সাদিক লিখেছেন, ‘পানির ওপর হাঁটলেও জুতায় আগুন ধরে যাচ্ছে সীতাকুণ্ডে। আল্লাহ মাফ করুন।’

কণ্ঠশিল্পী কোনাল লিখেছেন, ‘অসংখ্য অ্যাম্বুলেন্স জরুরি প্রয়োজন। চট্টগ্রামের সবকটি সরকারি/বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের পক্ষ হতে অতিদ্রুত সীতাকুণ্ডে যেতে বলা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেক রক্তের প্রয়োজনও হতে পারে। স্থানীয়রা প্লিজ রক্তদানে চমেকে আসুন। আল্লাহ সহায় হোক আমাদের।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ