Search
Close this search box.

সাকিবের ভুল শট আর ব্যাটসম্যানদের বেহাল দশায় হতাশ ডোমিঙ্গো

বাংলাদেশ ৭ উইকেটে হেরে গেল

স্পোর্টস রিপোর্টার ॥ দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা সাকিব আল হাসান আর দ্বিতীয় ইনিংসে নুরুল হাসান সোহান ছাড়া আর কোন ব্যাটসম্যানই নিজেকে মেলে ধরতে পারেননি। প্রথম ইনিংসে ১০৩ রানেই অলআউট বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সাকিব-সোহানের সপ্তম উইকেটে ১২৩ রানের জুটিতে ২৪৫ রান করতে পারে বাংলাদেশ। কিন্তু দারুণ সময়ে সাকিবের ভুল শট খেলে আউট হওয়া ও ব্যাটসম্যানরা যেভাবে বাজে শট খেলে আউট হয়েছেন, তাতে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো চরম হতাশ।

ডোমিঙ্গো বলেছেন, ‘ভালো না। দুই ইনিংসেই অনেকে আলগা শট, অনেক বাজে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ইনিংসে ১০৩ রান, অবশ্যই এর চেয়ে বেশি রান করা উচিত। দ্বিতীয় ইনিংসেও ২৪৫ রানের চেয়ে বেশি রান করা যেত। এটাই শেষ কথা, অনেক বেশি আলগা শট খেলেছি আমরা।’

‘ব্যাটসম্যানরা সবাই আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছে। আমাদের বড় বড় ব্যাটসম্যান যারা আছে, মুমিনুল, শান্ত (নাজমুল)—অনেকেই আত্মবিশ্বাসের ঘাটতিতে আছে। ক্রিকেটে আত্মবিশ্বাস অনেক বড় ব্যাপার। এই মুহূর্তে ছেলেদের ব্যাটিংয়ে কোনো আত্মবিশ্বাস নেই।’

‘ওরা (সাকিব-সোহান) দুজন ভালো ব্যাটিং করেছে। ঝুঁকি কম নিয়ে খেলেছে। টপ অর্ডার ব্যাটসম্যানদের দেখিয়েছে ওদের কী করা উচিত ছিল। কিন্তু নতুন বল দুজনকেই আউট করেছে। ৬০ রানের ইনিংস আমাদের টেস্ট জেতাবে না। আমাদের সেঞ্চুরি করতে হবে। দুজন ৬০ রানের ইনিংস খেলেছে। দুজনের কেউই সেঞ্চুরি করেনি। এটাই মূল কথা।’

‘ব্যাটসম্যানদের এই অবনমন থেকে বেরিয়ে আসতে হবে। ফর্মে আসতে গেলে মানসিক দিক দিয়ে শক্ত হতে হবে। এ ম্যাচে এবং পরেরটির মধ্যে টেকনিক্যাল পরিবর্তন করার কোনো সুযোগ নেই। সব রকমের বাড়তি আওয়াজ, সমালোচনা মাথা থেকে ঝেড়ে ফেলে ক্রিকেট বল খেলার দিকেই নজর দিতে হবে। হ্যাঁ, এগুলো করার চেয়ে বলা সহজ। তবে সেরা খেলোয়াড়েরা এ সব করার সামর্থ্য রাখে।’

দ্বিতীয় ইনিংসে সাকিব ও সোহান সুন্দর এগিয়ে যাচ্ছিলেন। দলকে ২৩২ রানেরও নিয়ে যান। এমন সময়ে দ্বিতীয় নতুন বলে পেসার কেমার রোচের ওপর চড়াও হতে গিয়ে ভুলটা করে ফেলেন বাংলাদেশ দলের অধিনায়ক। প্রথম ইনিংসে ৫১ রান করে আলজারি জোসেফকে তুলে মারতে গিয়ে আউট হন সাকিব। দ্বিতীয় ইনিংসেও ৬৩ রান করে দলকে অনেক দুর নিয়ে গিয়ে আলগা শটে আউট হয়ে যান।

ডোমিঙ্গো বলেন, ‘দেখুন, সাকিব সবসময়ই রান করার চেষ্টা করে। আমরা চাই না সে স্লগ করুক। আমরা চাই সে ভালো ক্রিকেট শট খেলুক। সেটা করেই প্রতিপক্ষের ওপর কিছুটা চাপ প্রয়োগ করুক।’

‘তাকে (সাকিবকে) আক্রমণ ও রক্ষণের ভারসাম্যটা খুঁজে বের করতে হবে। মাঝে মাঝে প্রতি-আক্রমণ করতে হবে। কিন্তু তাকে মারার সময় মাথার অবস্থান, শরীরের অবস্থান ঠিক রাখতে হবে। কারন, সে একজন সামর্থ্যবান ব্যাটসম্যান, যেটা সে দেখিয়েছে।’

‘সে অভিজ্ঞ খেলোয়াড়, অভিজ্ঞ অধিনায়ক। এর আগে অনেক অধিনায়কত্ব করেছে। স্মার্ট… আমি তাকে অল্প সময়ের জন্য অধিনায়ক হিসেবে পেয়েছিলাম এর আগে, সাকিব সব সময়ই পারফরম্যান্স দিয়ে দলকে নেতৃত্ব দেবে। সে ব্যাটে-বলে অন্যতম সেরা পারফর্মার, অধিনায়কত্ব ও নেতৃত্বের দিক দিয়ে তার অনেক কিছু দেওয়ার আছে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ