স্টাফ রিপোর্টার \ সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিসকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিন কে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে র্যাবের একটি চৌকস আভিযানিক দল।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ.ন.ম ইমরান খান।
মঙ্গলবার দুপুরে হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন ব্যবসায়ী গাজী আনিসের ভাই নজরুল ইসলাম।
উল্লেখ্য, হেনোলাক্স কোম্পানিতে বিনিয়োগকৃত এক কোটি ২৬ লাখ টাকা ফেরত না পাওয়ার হতাশায় গাজী আনিস (৫০) গত সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। পরে মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।