Search
Close this search box.

পুলিশের সকল স্থাপনায় বিদ্যুতের ব্যবহার সীমিত করতে হবে-আইজিপি

আইজিপির

স্টাফ রিপোর্টার \  জ্বালানি সংকটের বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনার্থে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার জন্য পুলিশের সকল ইউনিটকে নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ।

বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় আইজিপি এ নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেছেন ‘আমার কক্ষের সুইচ আমি নিজেই বন্ধ করি’ মাননীয় প্রধানমন্ত্রীর এ আহবান মেনে চলার জন্য  সকল পুলিশ সদস্যের অনুরোধ করছি”।

আইজিপি বলেন, জাতীয় স্বার্থে দেশের কল্যাণে আমাদেরকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। তিনি পুলিশ হেডকোয়ার্টার্সসহ বাংলাদেশ পুলিশের সকল স্থাপনায় বৈদ্যুতিক বাতি এবং এসির ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেন।এসময় দিনের বেলায় সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন তিনি ।

এ সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিষেয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো: কামরুজ্জামান বিপিএম।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ