Search
Close this search box.

ভারতকে বিশ্বকাপ জেতাতে চান কোহলি

ভারতকে বিশ্বকাপ জেতাতে চান কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ ফর্মহীনতায় ভুগছেন ঠিক। তবে হাল ছাড়তে নারাজ ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। শুধু নিজে ফর্মে ফিরবেন, তা নিয়েই ভাবছেন না। ভারতকে বিশ্বকাপও জেতাতে চান কোহলি।

স্টার স্পোটর্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমার আসল লক্ষ্য হচ্ছে ভারতকে এশিয়া কাপ ও বিশ্বকাপ জেতাতে সহযোগিতা করা। এজন্য আমি সবকিছু করতে প্রস্তুত।’

গত আড়াই বছর ধরে সেঞ্চুরিহীন আছেন কোহলি। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকেও আছেন বিশ্রামে। দ্রুত ফর্মে ফিরতে চান তিনি। আগের মতো জ্বলে উঠে দলকে জেতাতে চান এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০১৯ সালের নভেম্বরে সেঞ্চুরি পাওয়ার পর থেকেই রান খরায় কোহলি। তিন ফরম্যাট মিলিয়ে ২০২০ থেকে এ বছর পর্যন্ত ৭০ ইনিংসে ২১টি হাফ-সেঞ্চুরিতে ২২৬৫ রান করেছেন কোহলি। সর্বোচ্চ ইনিংস ৮৯। অথচ ২০২০ সালের আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি করেছেন কোহলি।

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ টি২০ শুরু হবে ২৭ আগস্ট। টুর্নামেন্ট শেষ হবে ১১ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ায় টি২০ বিশ^কাপ শুরু হবে ১৬ অক্টোবর। শেষ হবে ১৩ নভেম্বর। গত আসরে কোহলির নেতৃত্বে সেমিফাইনাল খেলতে পারেনি ভারত। এবার আর অধিনায়ক নন কোহলি। রোহিত শর্মার নেতৃত্বে ভারত খেলবে। নিজের সেরাটা দিয়ে ভারতকে বিশ^কাপ জেতাতে চান কোহলি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ