Search
Close this search box.

বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডিএনসিসিকে আরো আধুনিকায়ন করা হবে : মেয়র আতিকুল

বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডিএনসিসিকে আরো আধুনিকায়ন করা হবে : মেয়র আতিকুল

স্পোর্টস রিপোর্টার : শহর ভিন্ন ভিন্ন হলেও সমস্যা একই। এই সব সমস্যা সমাধানে যে সব শহর ইতিমধ্যে সফল হয়েছে তাদের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে (ডিএনসিসি) আরো আধুনিকায়ন করা হবে। অনুরূপ জনবহুল এই ডিএনসিসির নানা সমস্যা সমাধানে আমরা যেভাবে সফলতা পেয়েছি সেই বাস্তব অভিজ্ঞতা অন্যাদের সাথে বিনিময় করতে হবে। অভিজ্ঞতা আদান-প্রদান এবং বাস্তব জ্ঞান বিনিময়ের মাধ্যমে আমরা একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে চাই। কথাগুলো বলেছেন ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম।

মঙ্গলবার রাজধানীর দি ওয়েস্টিন হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘কমার্সিয়াল ‘ল ডিপার্টমেন্ট প্রোগ্রাম’র (সিএলডিপি) উদ্যোগে আয়োজিত ৩ দিনের কর্মশালার সমাপণী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মেয়র আতিকুল। সেখানেই এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সিএলডিপি কর্তৃক আয়োজিত এই কর্মশালা ডিএনসিসি কর্মকর্তাদের ভবিষ্যৎ জীবনে সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে কাজে লাগবে। এ সময় তিনি কর্মশালাটি আয়োজনের জন্য সিএলডিপির প্রতিনিধিদের ধন্যবাদ দিয়ে বলেন, সামনের দিনগুলোতে আরো কোনকোন ক্ষেত্রে কাজ করার সুযোগ রয়েছে সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। সবাই সবার সহযোগিতায় পৃথিবীটা সুন্দর হয়ে ওঠবে।

সিএলডিপি’র পক্ষ থেকে সিএলডিপির উপপ্রধান জো ইয়াং এবং মায়ামি ডেট কাউনটির সাবেক কর্মকর্তা হোসে গলন উপস্থিত ছিলেন। ডিএনসিসির পক্ষ প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজাসহ প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান প্রকৌশলিসহ বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

ডিএনসিসির কর্মকর্তাদের নগর ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বাড়াতে সিএলডিপি এবং ডিএনসিসির যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এই কর্মশালায় ডিএনসিসির মোট ১২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশ নেওয়া কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ