স্পোর্টস রিপোর্টার : ‘পঞ্চপান্ডব’ এখন আর নেই। আর কখনো পাঁচ পান্ডবের একসাথে খেলা হবে না। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোন পান্ডবকেই দেখা যাবে না। নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল এবং জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে না থাকা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদকে তো আর ভুলে গেলে চলবেনা। তারাই দলের মা-বাবা বলে উল্লেখ করেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে মিরাজ বলেছেন, ‘অবশ্যই সুযোগ। পরিবারে যখন ছোট থাকেন, তখন বেড়ে ওঠার জন্য বাবা-মা সব দায়িত্ব নেন। প্রতিষ্ঠিত হয়ে গেলে নিজের সিদ্ধান্ত নিজে নেন। এই সিরিজ থেকে নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারব, যেহেতু সিনিয়ররা নেই। তারা এতদিন বাংলাদেশের ক্রিকেটের মা-বাবা ছিলেন বা অভিভাবক হিসেবে ছিলেন।’
সিনিয়র ক্রিকেটারদের ছাড়া নিজেদের প্রমাণ করার বড় সুযোগ পেতে যাচ্ছেন তরুণরা। তাছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে টানা হারে বিপর্যস্ত একটা দলকে কতটা এগিয়ে নিতে পারেন তরুণরা সেটাও প্রমাণের বিষয়। যদিও মিরাজ মনে করছেন প্রমাণের কিছু নেই। তিনি বলেছেন, ‘প্রমাণ করার আসলে কিছুই নেই। একটা সময় তো সিনিয়র ক্রিকেটাররা থাকবেন না। আমাদের ব্যাচ থেকে অনেকেই সিনিয়র হয়ে যাবে। সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাইরাও একসময় জুনিয়র হয়ে খেলছিলেন। ২০১১ বিশ্বকাপে সাকিব ভাই ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছিলেন, তখন তার বয়স ছিল ২২ বছর। ওখান থেকে খেলতে খেলতে এই পর্যায়ে এসেছেন। এখন যে তরুণ দল আছে, সময় লাগবে।’