Search
Close this search box.

সংবিধান সংস্কারে ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির

স্টাফ রিপোর্টার: বিএনপি সংবিধানে ৬২টি জায়গায় সংশোধন করার প্রস্তাব দিয়েছে। যার মধ্যে রয়েছে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপ-প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি পদের সৃষ্টি, সংসদে উচ্চকক্ষের বিধান সংযোজন এবং গণভোটের ব্যবস্থা অন্তর্ভুক্ত করার প্রস্তাব।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশনের কাছে এসব প্রস্তাব জমা দেয়া হয়। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনে গিয়ে সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজের নেতৃত্বে গঠিত কমিটির সঙ্গে সাক্ষাৎ করে এবং নিজেদের প্রস্তাবনা জমা দেয়।

সাক্ষাৎকার শেষে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, তাদের প্রস্তাবনায় ব্যালেন্স অব পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়টি তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে দেয়া হবে এবং নির্বাচিত সরকার সেগুলো সংশোধন করবে।

এদিকে সংস্কার কমিশনের প্রধান ড. আলী রিয়াজ জানিয়েছেন, আগামী সপ্তাহে সংবিধান সংস্কার কমিশন সারাদেশে জরিপ চালাবে। যাতে জনগণের মতামত, গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সকলের মত শোনা যাবে।

উল্লেখ্য, আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করে। এই কমিশন ইতোমধ্যে বিশিষ্ট নাগরিকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ